US on Bangladesh: ইউনূসের লাল চোখকে থোড়াই কেয়ার, বাংলাদেশের মুখোশ টেনে খুলে ফেলে দিল আমেরিকা

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 20, 2025 | 1:29 PM

Bangladesh Violence Against Minorities: মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়েই প্রশ্ন করা হয়েছিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে। তিনি বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি এই ধরনের হিংসার ঘটনা থামাতে উদ্যোগ নেয়, তবে তাকে স্বাগত জানায় আমেরিকা।

US on Bangladesh: ইউনূসের লাল চোখকে থোড়াই কেয়ার, বাংলাদেশের মুখোশ টেনে খুলে ফেলে দিল আমেরিকা
ফাইল চিত্র।
Image Credit source: X

Follow Us

ওয়াশিংটন: বাংলাদেশ নিয়ে ফের উদ্বেগ প্রকাশ আমেরিকার। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের তীব্র নিন্দা করলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতিই তুলসী গ্যাবার্ডও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তা নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। এবার তুলসী গ্যাবার্ডের সুরও শোনা গেল ট্যামি ব্রুসের কণ্ঠেও।

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়েই প্রশ্ন করা হয়েছিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে। তিনি বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি এই ধরনের হিংসার ঘটনা থামাতে উদ্যোগ নেয়, তবে তাকে স্বাগত জানায় আমেরিকা।

ট্যামি ব্রুস বলেন, “আমরা যে কোনও দেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হওয়া অত্যাচার বা অস্থিরতার ঘটনার নিন্দা করি। বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছি। আমরা এটাই আশা করি। আগামিদিনেও তাই হবে।”

প্রসঙ্গত, সম্প্রতিই ভারত সফরে এসে তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওপার বাংলায় ইসলামিক সন্ত্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। বাংলাদেশের ইউনূস সরকার এই মন্তব্য নিয়েই আপত্তি জানায়। তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিমূলক ও ভাবমূর্তি নষ্ট করে। কোনও প্রমাণ ছাড়াই তুলসী গ্যাবার্ড এই মন্তব্য করেছিলেন বলে দাবি বাংলাদেশের।