Chinese Spy Balloon: কলোম্বিয়াতেও দেখা মিলল রহস্যজনক বেলুনের, চিনের উদ্দেশ্য নিয়ে ক্রমশ বাড়ছে সন্দেহ
Columbia: বায়ুসেনার তরফে জানানো হয়েছে, কোথা থেকে ওই রহস্য়জনক বস্তু এল, কীইবা উদ্দেশ্য ছিল ওই বস্তুর, তা জানার জন্য অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালানো হচ্ছে।
কলোম্বিয়া: চিনের স্পাই বেলুন নিয়ে হইচই আমেরিকায়। শনিবারই মিসাইল ছুড়ে ওই রহস্যজনক বেলুন মাটিতে নামায় মার্কিন সেনাবাহিনী। তারপর থেকেই উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকা ও চিনের মধ্যে। দুই দেশই একে অপরকে চোখ রাঙাচ্ছে। এই পরিস্থিতিতেই এবার কলোম্বিয়াও রহস্যজনক বেলুনের দেখা মিলেছে বলে জানাল। কলোম্বিয়ার বায়ুসেনার তরফে জানানো হয়, বেলুনের আকারের রহস্যজনক একটি বস্তুকে শুক্রবার আকাশে উড়তে দেখা যায়। যতক্ষণ অবধি ওই রহস্যজনক বস্তুটি এয়ারস্পেস ছেড়ে বেরিয়ে যায়নি, ততক্ষণ অবধি কড়া নদরদারি রাখা হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই পেন্টাগনের তরফে জানানো হয়েছিল, মন্টানার পাশাপাশি ল্যাটিন আমেরিকাতেও রহস্যজনক বেলুন দেখা গিয়েছে। কলোম্বিয়া দেখতে পাওয়া বেলুনটি এটিই কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবারই কলোম্বিয়ার বায়ুসেনার নজরে আসে বেলুনের আকারের রহস্যজনক বস্তু। ভূপৃষ্ঠ থেকে ৫৫ হাজার ফিট উচ্চতায় উড়তে দেখা গিয়েছিল ওই বস্তুকে। বিবৃতিতে জানানো হয়েছে, রহস্যজনক ওই বস্তুর আকার বড় বেলুনের মতোই ছিল। বেলুনটির গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বিমান চলাচল বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপাতভাবে কোনও ঝুঁকি তৈরি হয়নি ওই রহস্যজনক বেলুনের কারণে, এমনটাই জানানো হয়েছে বায়ুসেনার তরফে। তবে যতক্ষণ অবধি ওই বেলুন কলোম্বিয়ার আকাশসীমা পার করেনি, ততক্ষণ অবধি তার গতিবিধির উপরে কড়া নজর রাখা হচ্ছিল বলেই জানানো হয়েছে।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, কোথা থেকে ওই রহস্য়জনক বস্তু এল, কীইবা উদ্দেশ্য ছিল ওই বস্তুর, তা জানার জন্য অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহেই পেন্টাগনের তরফে অভিযোগ করা হয়, মার্কিন আকাশসীমায় ঘুরে বেড়াচ্ছে চিনা স্পাই বেলুন। মার্কিন এয়ারস্পেস, পরমাণু উৎক্ষেপণ কেন্দ্রগুলির উপরে নজর রাখার জন্যই ওই বেলুন পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও চিনের দাবি, নজরদারির জন্য নয়, বরং আবহাওয়া ও বৈজ্ঞানিক গবেষণার কারণে ওই বেলুন পাঠানো হয়েছিল। হাওয়ার ধাক্কায় ভুলবশত বেলুনটি আমেরিকার এয়ারস্পেসে ঢুকে পড়ে।
আমেরিকায় প্রথমবার রহস্যজনক বেলুন দেখা মেলার দুইদিন পরই ল্যাটিন আমেরিকাতেও একই ধরনের রহস্যজনক উড়ন্ত বস্তু দেখা গিয়েছিল বলে জানানো হয়। চিনা বেলুন নিয়ে চাপান-উতোর বাড়তেই শনিবার দুপুরে মার্কিন যুদ্ধবিমান মিসাইল ছুড়ে দক্ষিণ ক্যারোলিনার উপকূলের কাছে ওই বেলুনকে আটলান্টিক সাগরে নামানো হয়। এই বেলুনটিকেও মিসাইল ছুড়ে নামানো হবে কি না, তা এখনও জানা যায়নি।