Bangladesh: ফের হিন্দু যুবক খুন বাংলাদেশে, কেন ‘নীরব’ ইউনূস?

Hindu youth killed in Bangladesh: শেখ হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর থেকে হিংসা অব্যাহত সেই দেশে। মহম্মদ ইউনূস মুখে শান্তির কথা বললেও হিংসা থামাতে কোনও পদক্ষেপ করছেন না বলে অভিযোগ।

Bangladesh: ফের হিন্দু যুবক খুন বাংলাদেশে, কেন নীরব ইউনূস?
জয় মহাপাত্র (ফাইল ফোটো)Image Credit source: Social Media

Jan 10, 2026 | 7:33 PM

ঢাকা: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। আর সেই হিংসায় আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। পদ্মাপারের দেশে একের পর এক হিন্দুকে খুনের অভিযোগ উঠছে। ফের এক হিন্দু যুবককে মারধর করে, বিষ খাইয়ে খুন করা হল বাংলাদেশে। মৃত যুবকের নাম জয় মহাপাত্র। মৃতের পরিবার জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তি জয়কে মারধরের পর বিষ খাইয়ে দেন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

জয় মহাপাত্রের বাড়ি সুনমগঞ্জ জেলায়। কেন তাঁকে মারধর করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে মারধর ও বিষ খাওয়ানোর পর জয়কে সিলেটের MAG ওসমানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ICU-তে রেখে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শেষরক্ষা হয়নি।

২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। হিন্দু-সহ সংখ্যালঘুদের বাড়ি, দোকানে হামলা চালানোর অভিযোগ ওঠে। ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের পর নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। হিংসার আগুনে জ্বলছে পদ্মাপারের দেশ। এই হিংসার আবহেই প্রথমে হিন্দু যুবক দীপু দাসকে মারধর করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক হিন্দুর উপর হামলার ঘটনা সামনে আসে। দিন তিনেক আগেই চোর সন্দেহে এক হিন্দু যুবককে তাড়া করেছিল জনতা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছিলেন। এরপর একটি খালে ঝাঁপ দেন। ওই খালের জলে ডুবেই মৃত্যু হয় মিঠুন সরকার নামে বছর পঁচিশের ওই যুবকের।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর থেকে হিংসা অব্যাহত সেই দেশে। মহম্মদ ইউনূস মুখে শান্তির কথা বললেও হিংসা থামাতে কোনও পদক্ষেপ করছেন না বলে অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে একের পর এক হিন্দু খুন হচ্ছেন বাংলাদেশে। ইউনূস এই নিয়ে ‘নীরব’ কেন, সেই প্রশ্ন উঠছে।