AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Hindu Death: বাংলাদেশে চোর সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, মারমুখী জনতার হাত থেকে বাঁচতে গিয়েই প্রাণ গেল মিঠুনের

Bangladesh Update: মারমুখী জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে তিনি দৌড়তে থাকেন। ঝাঁপ দেন পাশের একটি খালে। কিন্তু আর উঠতে পারেননি। পরে পুলিশ ডুবুরি নামায়। রাজশাহীর ডুবুরির দল গিয়ে মিঠুনের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মিঠুন আদৌ কিছু চুরি করেছিলেন কি না, তার প্রমাণ মেলেনি।   

Bangladesh Hindu Death: বাংলাদেশে চোর সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, মারমুখী জনতার হাত থেকে বাঁচতে গিয়েই প্রাণ গেল মিঠুনের
জলে ডুবে মৃত্যু হিন্দু যুবকের।Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 1:17 PM
Share

ঢাকা: আবার হিন্দু মৃত্যু বাংলাদেশে । পড়শি দেশে সংখ্যালঘুদের উপরে হিংসা-বিদ্বেষ যেন থামছেই না। চলতি সপ্তাহের শুরুতেই একইদিনে বাংলাদেশে দুই হিন্দু যুবকের খুনের ঘটনা সামনে এসেছিল। এবার চোর সন্দেহে তাড়া করায় মৃত্যু হল আরেক হিন্দু যুবকের। প্রাণ বাঁচাতেই পালাচ্ছিলেন ওই যুবক। জলে ডুবে মৃত্যু হয় তাঁর।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নওগাঁয়ের মহাদেবপুরে। মিঠুন সরকার (২৫) নামক ওই যুবক বাংলাদেশের ভান্ডারপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশের পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ হাট চকগৌরি বাজার এলাকায় চোর সন্দেহে কিছুজন মিঠুন সরকার নামক ওই যুবককে ধাওয়া করে।

মারমুখী জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে তিনি দৌড়তে থাকেন। ঝাঁপ দেন পাশের একটি খালে। কিন্তু আর উঠতে পারেননি। পরে পুলিশ ডুবুরি নামায়। রাজশাহীর ডুবুরির দল গিয়ে মিঠুনের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মিঠুন আদৌ কিছু চুরি করেছিলেন কি না, তার প্রমাণ মেলেনি।   

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে দেহ উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কি না এ বিষয়ে এখনও আমরা নিশ্চিত নয়।”

এই নিয়ে বিগত কয়েকদিনে সপ্তম হিন্দুর মৃত্যুর খবর মিলল বাংলাদেশে। ইউনূস সরকারের কাছে ভারত সরকার একাধিকবার অনুরোধ করেছে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু ফল কিছুই হয়নি।