AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকল না যুদ্ধবিরতি! আর্মেনিয়াকে ‘ধ্বংস’ করে দেওয়ার হঁশিয়ারি আজারবাইজানের

চলতি বছরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর এটাই প্রথম যখন নাগোরনো কারাবাখে যুদ্ধবিরতি লঙ্ঘিত হল।

টিকল না যুদ্ধবিরতি! আর্মেনিয়াকে 'ধ্বংস' করে দেওয়ার হঁশিয়ারি আজারবাইজানের
ফাইল চিত্র
| Updated on: Dec 14, 2020 | 1:48 PM
Share

নাগোরনো কারাবাখ: টিকল না যুদ্ধবিরতি চুক্তি। রাশিয়ার মধ্যস্থতায় শান্তিরক্ষীরা মোতায়েন থাকলেও ফের গুলি চলল নাগোরনো কারাবাখ সীমান্তে। যার ফলে দুই দেশ থেকে মৃত্যু ও হতাহতের খবর এসেছে। আর্মেনিয়া (Armenia) দাবি করেছে, সংঘর্ষের জেরে সে দেশের ৬ জন আহত হয়েছেন। আজারবাইজান সরকারও জানিয়েছে, নাগোরনো কারাবাখে সংঘর্ষের জেরে ৪ আজেরি জওয়ানের মৃত্যু হয়েছে।

দীর্ঘ সংঘর্ষের পর ১০ নভেম্বর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করিয়ে ছিল রাশিয়া। চুক্তিতে স্থির হয়েছিল এই শান্তি চুক্তির মাধ্যমে নাগোরনো কারাবাখে সামরিক কার্যকলাপ বন্ধ রাখবে দুই দেশ। তার সঙ্গে পরবর্তী ৫ বছরের জন্য দুই দেশের সীমান্তে মোতায়েন থাকবে ২,০০০ রাশিয়ার শান্তিরক্ষী।

যুদ্ধবিরতি যে লঙ্ঘন হয়েছে, তা নিশ্চিত করেছে রাশিয়া। তবে আর্মেনিয়ার বিদেশমন্ত্রকের দাবি যেখানে সংঘর্ষ হয়েছিল সেখানে উপস্থিত ছিল না রাশিয়ার শান্তিরক্ষীরা। বরং আর্মেনিয়া জানিয়েছে, যেখানে সংঘর্ষ হয়েছে তা তাদেরই নিয়ন্ত্রণাধীন।

আরও পড়ুন: খালিস্তানি পতাকায় মুখ ঢাকল গান্ধীর, গলায় নরেন্দ্র মোদীর পোস্টার! জোর বিতর্ক

চলতি বছরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর এটাই প্রথম যখন নাগোরনো কারাবাখে যুদ্ধবিরতি লঙ্ঘিত হল। আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আর্মেনিয়ার আবার সব কিছু শুরু করা উচিত নয়।” তাছাড়া ইলহাম জানিয়েছেন, এবার সংঘর্ষ হলে বড় পদক্ষেপ করবে আজারবাইজান। পুরোপুরি ধ্বংস করে দেবে আর্মেনিয়াকে, যা কারোর কাছেই গোপন থাকার কথা নয়।