Arnold Schwarzenegger: রাখে হরি মারে কে! কোনওক্রমে প্রাণে বাঁচলেন হলিউড তারকা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jan 23, 2022 | 4:46 PM

Arnold Schwarzenegger: জানা গিয়েছে শুক্রবার সন্ধে নাগাদ ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। রিভেরা কান্ট্রি ক্লাবের কাছে সানসেট বৌলেভার্ড এবং অ্যালেনফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি লাল রঙের টয়াটো গাড়িকে ধাক্কা মারে শোয়ার্জেনেগারের গাড়ি।

Arnold Schwarzenegger: রাখে হরি মারে কে! কোনওক্রমে প্রাণে বাঁচলেন হলিউড তারকা
ছবি: ফাইল চিত্র

Follow Us

লস অ্যাঞ্জেলেস: অল্পের জন্য প্রাণে বাঁচলেন খ্যাতনামা হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অক্ষত অবস্থান মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি। জানা গিয়েছে শুক্রবার সন্ধে নাগাদ ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। রিভেরা কান্ট্রি ক্লাবের কাছে সানসেট বৌলেভার্ড এবং অ্যালেনফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি লাল রঙের টয়াটো গাড়িকে ধাক্কা মারে শোয়ার্জেনেগারের গাড়ি। শোয়ার্জেনেগারের মুখপাত্র জানিয়েছেন এই দুর্ঘটনায় এক মহিলা আহত হয়েছেন, তবে আঘাত গুরুতর নয়।

লজ অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৭৪ বছর বয়সী হলিউড তারকা এবং ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার গাড়ি চালানোর সময় রিভেরা কান্ট্রি ক্লাবের কাছে সানসেট বৌলেভার্ডের সামনে অন্য একটি গাড়িকে ধাক্কা মারেন। সংঘর্ষের ফলে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা অন্য দুটি গাড়িও আঘাতপ্রাপ্ত হয়। সেই গাড়ি দুটিতেও সজোরে ধাক্কা লাগে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বিবৃতি অনুসারে জানা গিয়েছে দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শোয়ার্জেনেগারের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পরও সম্পূর্ণ অক্ষত রয়েছেন টার্মিনেটরের নায়ক। মুখপাত্র আরও জানিয়েছেন দুর্ঘটনায় আহত মহিলার স্বাস্থ্য নিয়েই বেশি উদ্বিগ্ন আর্নল্ড শোয়ার্জেনেগার। মুখপাত্রের বিবৃতি থেকে জানা গিয়েছে ঘটনাস্থলেই আহত মহিলার সঙ্গে কথা বলেছেন আর্নল্ড এবং পরেও তাঁর স্বাস্থ্যের সম্পর্কে খোঁজ নিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিক ও দমকল কর্মীদের সঙ্গেও কথা বলেছেন তিনি। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছেন, এই দুর্ঘটনার সঙ্গে মদ খেয়ে গাড়ি চালানো বা মাদক ব্যবহারের কোনও প্রমাণ এখনও মেলেনি। তবে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

অস্ট্রিয়ার বাসিন্দা আর্নল্ড শোয়ার্জেনেগার প্রথমে ব্যয়ামবীর ছিলেন। পরবর্তীকালে ১৯৮০ সালে হলিউডে তাঁর উত্থান হয়। ফিল্মি কেরিয়ারে “কোনান দ্য বারবারিয়ান”, “কমান্ডো”, “টার্মিনেটর”, “টোটাল রিকল” এবং “ট্রু লাইজ”-র মতো সুপারহিট ও জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা।

আরও পড়ুন : Bangladesh News: পরনে সাদা কাপড়, সামনে প্রতীকী মৃতদেহ নিয়ে আন্দোলনে পড়ুয়ারা

আরও পড়ুন: Indian died at US-Canada Border: বরফ ঢাকা মার্কিন সীমান্তে পড়ে এক শিশু সহ চার ভারতীয়ের দেহ! উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রীর

Next Article