Rail Accident: রেললাইনের পাশে বিস্ফোরণ, ছিটকে গেল ৪টি কামরা! ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে জাফর এক্সপ্রেস

Rail Accident: বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে রেল ট্র্যাকে ৩ ফুট চওড়া গর্ত তৈরি হয়েছে। প্রায় ৬ ফুট রেললাইন সম্পূর্ণ উড়ে গিয়েছে।

Rail Accident: রেললাইনের পাশে বিস্ফোরণ, ছিটকে গেল ৪টি কামরা! ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে জাফর এক্সপ্রেস
লাইনচ্যুত জাফর এক্সপ্রেস।Image Credit source: X

|

Jun 18, 2025 | 12:36 PM

ইসলামাবাদ: বড় দুর্ঘটনা। রেললাইন থেকে ছিটকে গেল ট্রেনের ৪টি কামরা। বড় বিপদের মুখে জাফর এক্সপ্রেস। জানা গিয়েছে, রেল ট্র্যাকে বিস্ফোরণের জেরেই ছিটকে গিয়েছে ট্রেনটি।

লাইনচ্যুত হয়ে গিয়েছে পাকিস্তানের জাফর এক্সপ্রেস। জানা গিয়েছে, বালুচিস্তানের জাকোবাবাদের কাছে রেললাইনের পাশে বড় বিস্ফোরণ হয়। এর জেরেই ট্র্যাক থেকে ছিটকে যায় ট্রেনের চারটি কামরা। দুর্ঘটনায় এখনও হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, পেশোয়ার থেকে কোয়েট্টা যাচ্ছিল ট্রেনটি। জাকোবাবাদের কাছে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে রেল ট্র্যাকে ৩ ফুট চওড়া গর্ত তৈরি হয়েছে। প্রায় ৬ ফুট রেললাইন সম্পূর্ণ উড়ে গিয়েছে।

এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করে নেয়নি কোনও গোষ্ঠী। তবে বিস্ফোরণের পিছনে বালুচিস্তান লিবারেশন আর্মির হাত থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কয়েক মাস আগেই এই জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নিয়েছিল বালোচ আর্মিরা। পাকিস্তান সেনার সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় শতাধিক সেনা ও বালোচ আর্মির মৃত্যু হয়েছিল ওই সংঘর্ষে।