AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vallentine’s Day: ভ্যালেন্টাইন্স ডে-তেই আংটি বদল করলেন এই মন্ত্রী

Ring ceremony: বছর চারেক আগে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে দেখা হয়েছিল। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর ধীরে-ধীরে বন্ধুত্ব ভালবাসায় পরিণত হয়। অবশেষে ভালবাসার দিনেই তাঁদের সেই ভালবাসা পরিণতির দিকে আরও এক ধাপ এগোল। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে বান্ধবী জোডি হেডনের হাতে আংটি পরিয়ে দিয়ে বাগদান সেরে নিলেন।

Vallentine's Day: ভ্যালেন্টাইন্স ডে-তেই আংটি বদল করলেন এই মন্ত্রী
প্রতীকী ছবি।
| Updated on: Feb 16, 2024 | 7:46 AM
Share

ক্যানবেরা: বছর চারেক আগে দেখা হয়েছিল। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর ধীরে-ধীরে বন্ধুত্ব ভালবাসায় পরিণত হয়। অবশেষে ভালবাসার দিনেই তাঁদের সেই ভালবাসা পরিণতির দিকে আরও এক ধাপ এগোল। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে বান্ধবী জোডি হেডনের হাতে আংটি পরিয়ে দিয়ে বাগদান সেরে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ।

২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৪৫ বছর বয়সি জোডি হেডনের সঙ্গে ৬০ বছর বয়সি অ্যালবানিজের দেখা হয়েছিল। ধীরে-ধীরে তাঁদের মধ্যে ভালবাসা গড়ে ওঠে। অবশেষে এবছর ভ্যালেন্টাইন্স ডে-তে আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করলেন অ্যালবানিজ। হেডনও তাঁর প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এরপর প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবনেই বিশেষভাবে ডিজাইন করা আংটি হেডনের হাতে পরিয়ে দেন তিনি। সেকথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ হেডনের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। সেই ছবির শিরোনামে লিখেছেন, “শি সেইড ইয়েস।”

অ্যালবানিজ প্রথম অস্ট্রেলিয়ান নেতা, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন বাগদান করলেন। আংটি বদলের পর অ্যালবানিজ ও হেডন সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেছেন, “এই খবরটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান, একে অপরকে খুঁজে পেয়েছি।”

australian pm

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যলাবানিজ ও তাঁর বান্ধবী জো়ডি হেডন।

যদিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজের এটাই প্রথম বিয়ে নয়। এর আগে নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অ্যালবানিজ। ১৯ বছর সংসার করার পর ২০১৯ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছিল। নাথান অ্যালবানিজ নামে তাঁদের এক সন্তান রয়েছে।