Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Unrest: প্রকাশ্যেই এলোপাথাড়ি কোপ, এক নিমেষে শেষ হয়ে গেল আওয়ামী লীগের ছাত্র নেতা

Bangladesh Unrest: ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

Bangladesh Unrest: প্রকাশ্যেই এলোপাথাড়ি কোপ, এক নিমেষে শেষ হয়ে গেল আওয়ামী লীগের ছাত্র নেতা
আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 9:25 PM

কলকাতা: অশান্তি কাকে বলে দেখাচ্ছে বাংলাদেশ। এবার আওয়ামী লীগ করার মাসুল দিল এক যুবক। প্রকাশ্যেই কুপিয়ে খুন। আব্দুল্লাহ আল-মামুন মণ্ডল (৩০) নামে ওই যুবক  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ছাত্রলীগের নেতা বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। 

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল-মামুন মণ্ডল ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টে নাগাদ ওই যুবককে এলাকায় দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু দুষ্কৃতী তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রকাশ্যেই কোপানো হয় ওই ছাত্র নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় এলাকায়। 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সঙ্গে এও জানান, ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।