Bangladesh: বাংলাদেশে ‘খেলা’ শেষ হচ্ছে ইউনূসের? ভোটে বিরাট জয় আওয়ামী লিগের

Bangladesh: জানা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন ২০২৫-এ নির্বাচন ছিল। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ভোটগ্রহণ পর্ব চলে।

Bangladesh: বাংলাদেশে খেলা শেষ হচ্ছে ইউনূসের? ভোটে বিরাট জয় আওয়ামী লিগের
আবার ফিরছে আওয়ামী লিগ?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 24, 2025 | 11:41 PM

বাংলাদেশ: আগেই বলেছিলেন ‘আমি ফিরব, শহিদদের প্রতিশোধ নেব…’ তবে কি তাই হচ্ছে? ফের কি ধীরে ধীরে বাংলাদেশে জাগ্রত হচ্ছে আওয়ামী লিগ? ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? পাল্টে যাবে মসনদ? কারণ, আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এখন এই নিয়েই চলছে বিস্তর জল্পনা। কেন হঠাৎ এই প্রশ্ন? কারণ, বাংলাদেশে হয়েছে আইনজীবীদের ভোট। আর সেই নির্বাচনেই জিতে গিয়েছেন আওয়ামী লিগ সমর্থিত প্রার্থী।

জানা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন ২০২৫-এ নির্বাচন ছিল। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ভোটগ্রহণ পর্ব চলে। এরপরে গণনা শুরু হয়। রাত্রি সাড়ে আটটার দিকে শেষ হয় ভোট গণনা। তখনই সামনে চলে আসে নির্বাচনের ফল।

জানা যাচ্ছে, বিএনপি-জামাত প্যানেলের চেয়ে আওয়ামী লিগপন্থীরা বেশি আসন পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। এ দিনের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ২২৪ জন। তাঁদের মধ্যে ২০২ জন ভোট দান করেছেন। এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জানা যাচ্ছে ,আওয়ামী লিগ সমর্থিত প্যানেলে (মণিরুল-ডলার পরিষদ) ৬টি পদে জয়ী হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভার্চুয়াল কলে শেখ হাসিনা বার্তা দিয়ে বলেছিলেন, “আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্তা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন-রাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব।” তার পরপরই এই জয় নিতান্তই বাংলাদেশের রাজ্য-রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।