AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karachi Blast : করাচি বিস্ফোরণের দায় স্বীকার বালোচিস্তান লিবারেশন আর্মির,’প্রথম আত্মঘাতী বোমারুর’ হাতে নিহত ৪ চিনা নাগরিক

Karachi Blast : মঙ্গলবার দুপুরে করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মারা গিয়েছেন ৪ জন। এই হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি।

Karachi Blast : করাচি বিস্ফোরণের দায় স্বীকার বালোচিস্তান লিবারেশন আর্মির,'প্রথম আত্মঘাতী বোমারুর' হাতে নিহত ৪ চিনা নাগরিক
ছবি সৌজন্যে : টুইটার
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 9:35 PM
Share

ইসলামাবাদ : মঙ্গলবার দুপুরে করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত চারজন মারা গিয়েছেন। জখম হয়েছেন তিনজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এবার এই ভয়াবহ বিস্ফোরণে আত্মঘাতী বোমা হামলার দায় শিকার করল বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)। বিএলএ-র এক মহিলা আত্মঘাতী বোমারু এদিন করাচি বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে এই বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় তিনজন চিনা নাগরিক মারা গিয়েছেন। এই বিস্ফোরণের ঘটনার পর বিএলএর তরফে একটি টুইট করে দায় শিকার করা হয়েছে। জানা গিয়েছে এই আত্মঘাতী বোমারু শারি বালোচ ছিলেন এই দলের প্রথম মহিলা বোমারু। এই হামলাকে ‘বালোচ প্রতিরোধের ইতিহাসে একটি নতুন অধ্যায়’ বলেও আখ্যা দেওয়া হয়েছে বিএলএ-র এই টুইটে।

উল্লেখ্য, বালোচিস্তান প্রদেশের একটি সক্রিয় জঙ্গি গোষ্ঠী হল বালোচিস্তান লিবারেশন আর্মি। তাদের লক্ষ্য মূলত চিনা নাগরিকরা। এর আগেও বিএল চিনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। বালোচিস্তানে বরাবর সশস্ত্র বালোচ বাহিনীর অভ্যুত্থান হয়েছে। ইসলামাবাদ থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা না চাইলেও তাদের রয়েছে একাধিক দাবি। বালোচিস্তান এলাকায় তারা নিজেদের শাসন চায় ও সেই এলাকার প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এই প্রথম চিনা নাগরিকদের উপর বড় কোনও হামলা চালাল বিএলএ।

উল্লেখ্য, করাচি পুলিশ প্রধান গুলাম নবি মেমন আগেই বলেছিলেন যে, তদন্ত থেকে উঠে এসেছে যে কোনও এক আত্মঘাতী বোমারু এই বিস্ফোরণের পিছনে রয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে যে, একজন মহিলা মাথা থেকে পা অবধি বুরখা পরে ভ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপরই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : Twitter CEO Parag Agarwal : হাতবদল হতেই চাকরি খোয়াবেন পরাগ? টুইটার থেকে ছাঁটাই হলে ক্ষতিপূরণের অঙ্ক শুনে মাথা ঘোরাবে আপনারও