Bangladesh News: চকোলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু ২ শিশুর
Child Died: ঘরে ইঁদুরের উৎপাত বেড়েছিল। মাটির ঘরের মেঝেতে গর্ত করে বাসাও করেছিল। বাধ্য হয়ে ইঁদুর জব্দ করতে গর্তের পাশে ইঁদুর মারার বিষ দিয়ে রাখেন ইলিয়াস মিঞা। ভাবতে পারেননি, ইঁদুর মারতে গিয়ে প্রাণ যাবে নিজের মেয়ের।
ঢাকা: ঘরে ইঁদুরের উৎপাত বেড়েছিল। মাটির ঘরের মেঝেতে গর্ত করে বাসাও করেছিল। বাধ্য হয়ে ইঁদুর জব্দ করতে গর্তের পাশে ইঁদুর মারার বিষ (Poison) দিয়ে রাখেন ইলিয়াস মিঞা। ভাবতে পারেননি, ইঁদুর মারতে গিয়ে প্রাণ যাবে নিজের মেয়ের। চকোলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে ইলিয়াস মিঞার ৪ বছরের মেয়ে ও ছোট্ট ভাগ্নি। তারপর চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস মিঞা। তাঁর মেয়ে ফাতেমা বেগম (৪) ও ভাগ্নি তথা ওই এলাকারই বাসিন্দা কাশেম মিঞার মেয়ে জান্নাত (৪)-এর ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু হয়েছে। ফাতেমা ও জান্নাত সম্পর্কে মামাতো-পিসতুতো বোন। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার আধিকারিক মহম্মদ আসলাম।
শিশু দুটির মৃত্যু সম্পর্কে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ইঁদুরের উৎপাত কমাতেই ইসমাইল মিঞা বাড়িতে মাটির গর্তের পাশে বিষ দিয়ে রেখেছিলেন। ট্যাবলেটের মতো দেখতে চকোলেট রঙের ছিল ইঁদুর মারার বিষগুলি। এদিন সকালে ফাতেমা ও জান্নাতের চোখে পড়ে সেগুলি। তারা চকোলেট ভেবেই পরিবারের সকলের অলক্ষ্যে সেই বিষ তুলে খেয়ে নেয়। তার জেরেই তাদের মৃত্যু হয়।
চকোলেট ভেবে ইদুর মারার বিষ খাওয়ার পরই বমি শুরু হয় ফাতেমা ও জান্নাতের। গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। সঙ্গে সঙ্গে ফাতেমা ও জান্নাতের পরিবারের লোকজন তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে এক শিশুর মৃত্যু হয়। আরেকজনেরও অবস্থা গুরুতর হওয়ায় তাকে ব্রাহ্মণবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অপর শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় ফাতেমা ও জান্নাতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।