NCP Leader Shot: ওসমান হাদির পর এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি!

Bangladesh: ওসমান হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চলে। সূত্রের খবর, হাদির মতো মোতালেব শিকদারের মাথাতেও গুলি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

NCP Leader Shot: ওসমান হাদির পর এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি!
এনসিপি নেতাকে গুলি।Image Credit source: X

|

Dec 22, 2025 | 2:22 PM

ঢাকা: বাংলাদেশে আবার চলল গুলি। আবার এক নেতাকে গুলি। ওসমান হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টি (NCP)-র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চলে। সূত্রের খবর, হাদির মতো মোতালেব শিকদারের মাথাতেও গুলি করা হয়েছে।

জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ খুলনায় সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে গিয়েছিলেন মোতালেব শিকদার। তখনই তাঁকে গুলি করা হয়।

 বাংলাদেশের সাংবাদমাধ্যম প্রথম আলোকে এনসিপির খুলনার এক সংগঠক সাইফ নেওয়াজ জানিয়েছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন। দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চলতি মাসের ১২ তারিখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। প্রথমে বাংলাদেশের হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। এরপরই বাংলাদেশে আগুন জ্বলে। বিক্ষোভ, ভাঙচুর, তাণ্ডব চলে ঢাকা, খুলনা, রাজশাহী সহ একাধিক জায়গায়।  সেই ঘটনার রেষ কাটার আগেই এবার এনসিপি নেতাকে গুলি।

বাংলাদেশে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তার আগেই এই ধরনের একের পর এক ঘটনা বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে।