Chinmay Krishna Das: অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে।

Chinmay Krishna Das: অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।Image Credit source: PTI

|

Apr 30, 2025 | 3:33 PM

ঢাকা: অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। কলকাতা থেকে শুরু করে মুম্বই, পুণে- দেশের দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল। এ দিন রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।

গত বছর অগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়েছিল। হিন্দুদের বাড়িঘর-মন্দির ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, এমনকী হিন্দুদের হত্যা করা হচ্ছিল নির্বিচারে। এর প্রতিবাদেই গর্জে উঠেছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।

এরপরই দেশদ্রোহিতার অভিযোগে গত ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ২৭ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে পেশ করার সময়, আদালত চত্বরে সংঘর্ষ বাঁধে, এক আইনজীবীর মৃত্যু হয়।

গত ১১ ডিসেম্বর যখন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হয়, তখন তাঁর হয়ে লড়াই করার জন্য কোনও আইনজীবী ছিল না। চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এরপর একাধিকবার চিন্ময় কৃষ্ণকে আদালতে পেশ করা হলেও, প্রতিবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।

গত ৪ ফেব্রুয়ারি আদালত জানতে চেয়েছিল, কেন চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া হবে না। এরপর ৩০ এপ্রিল রুল অ্যাবসলিউট ঘোষণা করে হাইকোর্ট।