AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: বঙ্গবন্ধুর ফ্যামিলি ট্রি: বোনকে নিয়ে তো দেশ ছাড়লেন হাসিনা, আর কে কে আছেন তাঁর?

Sheikh Hasina: বাংলাদেশের জাতির জনক, শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা। সোমবার (৫ জুলাই) সেনার এক কপ্টারে বোন শেখ রেহানাকে নিয়ে তিনি চলে এসেছেন ভারতে। বোনকে নিয়ে তো চলে তো এলেন হাসিনা, জানেন তাঁর পরিবারে আর কে কে আছে?

Sheikh Hasina: বঙ্গবন্ধুর ফ্যামিলি ট্রি: বোনকে নিয়ে তো দেশ ছাড়লেন হাসিনা, আর কে কে আছেন তাঁর?
শেখ হাসিনা এবং শেখ রেহানাImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 05, 2024 | 10:37 PM
Share

ঢাকা: সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর, সোমবার (৫ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেনার এক কপ্টারে বোন শেখ রেহানাকে নিয়ে তিনি চলে এসেছেন ভারতে। এখান থেকে তিনি লন্ডনে পাড়ি দিতে পারেন বলে শোনা যাচ্ছে। অথচ, বাংলাদেশের জাতির জনক, শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা। বোনকে নিয়ে তো পালিয়ে এলেন হাসিনা, জানেন তাঁর পরিবারে আর কে কে আছে?

বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে মূলত দুটি পরিবার – জিয়া পরিবার এবং টুঙ্গিপাড়ার শেখ পরিবার। বাংলাদেশের জাতির জনক, শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিলেন তাঁর তৃতীয় খুড়তুতো বোন, শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। শেখ মুজিব ও বেগম মুজিব কন্যা শেখ হাসিনা ১৯৬৮ সালে এম এ ওয়াজেদকে বিয়ে করেন। তাঁদের পাঁচ সন্তান – শেখ হাসিনা, শেখ কামাল, খেশ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল।

শেখ হাসিনার বিয়ে করেন বাংলাদেশি পদার্থবিদ এমএ ওয়াজেদকে। তাঁদের দুই সন্তান – সজীব ওয়াজেদ এবং সাইমা ওয়াজেদ। শেখ কামাল বিয়ে করেছিলেন অ্যাথলিট সুলতানা কামালকে। শেখ জামাল বিয়ে করেন পারভিন জামাল রোসি-কে। শেখ রেহানার সঙ্গে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকের। তাঁদের মেয়ের নাম টিউলিপ সিদ্দিক।

তবে, শেখ মুজিবুর রহমানের পরিবারের অধিকাংশ সদস্যই ১৯৭৫ সালের ১৫ অগস্ট, এক সামরিক অভ্যুত্থানে প্রাণ হারিয়েছিলেন। শেখ মুজিবুরের ব্যক্তিগত বাসভবনেই হামলা চালিয়েছিল সামরিক কর্তারা। অভ্যুত্থানের সময় শেখ মুজিব, তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, খেশ জামাল ও শেখ রেহানা, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোসিকে হত্যা করা হয়েছিল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ভাই, তাঁর আরও কয়েকজন আত্মীয়স্বজন, ব্যক্তিগত কর্মী, পুলিশ কর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলকেও হত্যা করা হয়েছিল।