Bangladesh Election: বাংলাদেশের ভোট ঘোষণা, বৈঠক থেকে বেরিয়ে বড় দাবি জাতীয় পার্টির

Bangladesh Election: বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানও জানান যে প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থ হয়েছে।

Bangladesh Election: বাংলাদেশের ভোট ঘোষণা, বৈঠক থেকে বেরিয়ে বড় দাবি জাতীয় পার্টির
বাংলাদেশে নির্বাচন নিয়ে বড় ঘোষণা।Image Credit source: PTI

|

Jul 26, 2025 | 7:56 PM

ঢাকা: বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় আপডেট। আগামী চার-পাঁচদিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকের পর এই কথা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

আজ, শনিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বাসভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠক শেষেই জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই কথা জানান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, জামাল বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে তিনি আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ, সময়সীমা ঘোষণা করবেন। আলোচনার সবথেকে ফলপ্রসূ বিষয় এটা। দেশে যে অরাজকতা চলছে, তার একমাত্র সমাধান নির্বাচন, সরকার এটা বুঝতে পেরেছে।”

তিনি আরও বলেন, “এর থেকে (নির্বাচনের তারিখ ঘোষণা) আনন্দের খবর আর কিছু হতে পারে না। নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। অনেক সমস্যার সমাধান হবে।”

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানও জানান যে প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থ হয়েছে। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তাঁরা। নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে।

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার কথা বলেছেন তিনি।”

প্রসঙ্গত, এর আগে দুই দফায় বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আজ ফের ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন।