
ঢাকা: আওয়ামী লিগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেও শান্তি মেলেনি, এবার নির্বাচন থেকেও বাদ শেখ হাসিনার দল। বাংলাদেশের নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসুদ ঘোষণা করেন, আওয়ামী লিগ আর নির্বাচনে অংশ নিতে পারবে না।
শেখ হাসিনা ও আওয়ামী লিগের সদস্য়দের উপরে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর দল, আওয়ামী লিগের যাবতীয় কার্যক্রমের উপরে স্থগিতাদেশ জারি করেছে। এবার নির্বাচন কমিশনের তরফেও ঘোষণা করা হল যে আওয়ামী লিগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।
নির্বাচন কমিশনার জানান যে আওয়ামী লিগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ও নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন স্থগিত রয়েছে। তাই আওয়ামী লিগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যতদিন স্থগিতাদেশ প্রত্যাহার না করা হবে, ততদিন আওয়ামী লিগ কোনও নির্বাচনেই অংশ নিতে পারবে না।
দেশের স্বাধীনতার সময় থেকে যে রাজনৈতিক দল রয়েছে, তাদের ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “এই বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশনার।”