
ঢাকা: একদিকে ভারত-পাকিস্তান উত্তেজনা। দুই দেশই ‘রণং দেহী’ মুডে। পাকিস্তান হামলা করলে যেকোনও সময়ে যুদ্ধ বাধতে পারে। এই আবহেই আরেক পড়শি দেশেও উত্তেজনা। বাংলাদেশেও চলছে চাপান-উতোর। সেই দেশে ফিরে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
তবে শেখ হাসিনা নয়, ফিরলেন অন্য প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশে এলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরে এলেন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করাতে ব্রিটেনে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ সময় পর তিনি বাংলাদেশে ফিরলেন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ লন্ডন থেকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈইদা শামিলা রহমান। সাধারণ কোনও বিমানে নয়, কাতারের রাজপরিবারের ব্যক্তিগত বিশেষ বিমানেই বাংলাদেশে ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান আবহে খালেদা জিয়ার এই প্রত্যবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বছর হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু তার শাসনের কয়েক মাস পর থেকেই নির্বাচনের দাবি উঠছে।
ইউনূস সরকার চলতি বছরের শেষভাগ বা ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বিএনপি তা মানতে নারাজ। তাদের দাবি, আগেই নির্বাচন করাতে হবে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার কামব্যাক বাংলাদেশের রাজনীতিতে নয়া মোড় আনতে পারে। তিনি দেশে ফিরেই নির্বাচনের দাবি করলে, বিপাকে পড়তে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বিএনপির একাংশের দাবি, ক্ষমতার লোভে পদ ছাড়তে চাইছেন না ইউনূস। তাই নির্বাচন পিছিয়ে দিচ্ছেন বারবার।