Bangladesh: বড় ‘দাঁও’ মারল বাংলাদেশ, পেয়ে গেল এই বিদেশি পরিষেবা

Starlink: গত ফেব্রুয়ারিতে স্টারলিঙ্ক-কে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্পেসএক্সের সঙ্গে কাজ করে ৯০ দিনের মধ্যে পরিষেবা চালু করার কথা বলেছিলেন।

Bangladesh: বড় দাঁও মারল বাংলাদেশ, পেয়ে গেল এই বিদেশি পরিষেবা
বাংলাদেশে চালু হল স্টারলিঙ্ক।Image Credit source: TV9 বাংলা

| Edited By: Avra Chattopadhyay

May 24, 2025 | 9:43 PM

ঢাকা: ইলন মাস্কের স্টারলিঙ্ক স্য়াটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে বাংলাদেশে কথাবার্তা এগিয়েছিল অনেকটাই। এবার অবশেষে তারা পেয়ে গেল স্টারলিঙ্কের পরিষেবা। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বাংলাদেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু হল।

স্টারলিঙ্ক সংস্থার তরফে জানানো হয়েছে, বাংলাদেশে তাদের হাই স্পিড, লো-লাটেন্সি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। গোটা দেশেই এই স্টারলিঙ্কের পরিষেবা পাওয়া যাবে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে প্রথম স্টারলিঙ্কের পরিষেবা চালু হয়েছিল। এবার বাংলাদেশেও স্টারলিঙ্ক পরিষেবা চালু হল।

কত খরচ পড়বে?

জানা গিয়েছে, স্টারলিঙ্কের এই পরিষেবা পেতে খরচ পড়বে অনেকটাই। প্রথমবার সেট আপের জন্য ৪৭ হাজার বাংলাদেশি টাকা (ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার টাকা) লাগবে। প্রতি মাসে ৪২০০ বাংলাদেশি টাকা (ভারতীয় মুদ্রায় ২৯৯০ টাকা) সাবস্ক্রিপশন বাবদ খরচ পড়বে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস জানিয়েছেন, স্টারলিঙ্কের এই পরিষেবা স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা দেবে, রাজনৈতিক উত্তেজনার সময়ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হবে না।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্টারলিঙ্ক-কে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্পেসএক্সের সঙ্গে কাজ করে ৯০ দিনের মধ্যে পরিষেবা চালু করার কথা বলেছিলেন।

বর্তমানে বিশ্বের ৭০টি দেশে স্টারলিঙ্কের পরিষেবা রয়েছে। ভারতেও স্টারলিঙ্কের পরিষেবা চালু হওয়ার কথা। রিলায়েন্স জিয়ো ও এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্বে এই পরিষেবা চালু হতে পারে।