ঢাকা: ‘প্রোটেকশন মানি’ দাও, না-হলে বাংলাদেশ ছাড়ো। সোজা কথায় তোলাবাজি। খুলে আম তোলাবাজির শিকার হতে হচ্ছে বাংলাদেশি হিন্দুদের। আর এই লেনদেন হচ্ছে লাখে। এক বাংলাদেশি হিন্দু যুবককে উদ্ধৃত করে, এমনটাই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। এর আগে ভারতে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন ওই যুবক। বর্তমানে কাজের সূত্রে থাকেন ঢাকায়। তিনি জানিয়েছেন, শহরাঞ্চলে হিন্দু তথা বাংলাদেশি সংখ্যালঘুদের অবস্থা মন্দের ভাল। কিন্তু, একটু গ্রামের দিকে গেলেই পরিস্থিতি ভয়াবহ।
ওই যুবক ঢাকায় থাকলেও, তাঁর বাবা মা থাকেন চট্টগ্রামের এক কলোনিতে। ঢাকা শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে। ওই কলোনি হিন্দু অধ্যুষিত। সেখানকার প্রত্যেক হিন্দুর বাড়ি নাকি চিহ্নিত করা হয়েছে। আর সেই ধরে ধরে ফোন করা হচ্ছে হিন্দু পরিবারগুলিতে। সরাসরি বলা হচ্ছে, ৫ লাখ টাকার বিনিময়ে কিনতে হবে নিরাপত্তা। না-হলে ছাড়তে হবে বাংলাদেশ। ফোনে বলা হচ্ছে, “টাকা দিতে না পারলে দেশ ছাড়ো, নইলে মরতে হবে।” শুধু একটি বাড়িতেই নয়, হিন্দুদের ঘরে ঘরে আসছে এমন ফোন কল, দাবি করেছেন ওই বাংলাদেশি যুবক।
কারা এই ফোন করছে? ফোন করা হচ্ছে বাংলাদেশের এক চরমপন্থী ইসলামি গোষ্ঠীর নামে। তবে, এখনও পর্যন্ত তোলা আদায় করতে কেউ আসেনি। কিন্তু, তীব্র আতঙ্কে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। কারণ, তাদের সকলের ফোন নম্বর রয়েছে ওই তোলাবাজদের হাতে। নম্বর ধরে ধরে ফোন করা হচ্ছে। শহরাঞ্চলে সংখ্যালঘুরা এখনও মোটামুটি নির্ভয়েই রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন। তবে চাপা উত্তেজনা একটা আছেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বলতে গেলে মাথা নীচু করে আছেন। প্রকাশ্যে রাজনৈতিক অশান্তি নিয়ে কেউ আলোচনা করছেন না। তবে, গ্রামাঞ্চলে অবস্থাটা আরও খারাপ।
ওই যুবক বলেছেন, “চাকরি পাওয়ার পর আমি ঢাকায় চলে এসেছি। আমার বাবা-মা এখনও চট্টগ্রামের গ্রামের বাড়িতেই থাকেন। শহরে যারা আছে, তারা নিরাপদেই আছে। কিন্তু, গ্রামীণ বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালাচ্ছে উন্মত্ত জনতা। এর মধ্যে এই তোলা আদায়ের ফোন আমাদের ভয় আরও বাড়িয়ে দিয়েছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)