ঢাকা: প্রতিবেশী দেশে অস্থির পরিস্থিতি। অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে এপার বাংলাতেও। বাংলাদেশি মৌলবাদীরা হুমকি দিচ্ছে বাংলা-বিহার-ওড়িশা দখলের। কখনও আবার চারদিনেই কলকাতা দখল বা সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু ভারতও তো বিদেশ। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো বিদেশ যেতেই বারণ করছে!
বাংলাদেশের সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণে ‘না’ ইউনূস সরকারের। জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলেই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত ৯ ডিসেম্বর এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
ইউনূস সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণভাবে বিদেশ ভ্রমণে উৎসাহ দেওয়া হচ্ছে না। যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকে, তবে সরকারি কর্মীদের আগেই বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জমা দিতে হবে। বিনোদনের জন্য বিদেশ ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে। শিক্ষা সংক্রান্ত কারণে দীর্ঘমেয়াদী ছুটিতেও যেতে বারণ করা হয়েছে।
এর পাশাপাশি অত্যন্ত প্রয়োজনে বা জাতীয় স্বার্থ ছাড়া একই মন্ত্রকের উপদেষ্টা ও সচিবকে একসঙ্গে ভ্রমণ না করতে বলা হয়েছে। জাতীয় স্বার্থে ভ্রমণ হলেও, তার সুস্পষ্ট কারণ জানাতে হবে। সরকারি টাকায় যথাসম্ভব বিদেশ ভ্রমণ এড়ানোর কথা বলা হয়েছে।