Bangladesh: ‘কাজের কাজ কিছু হয় না…’, ইউনূস ফের বৈঠকের ডাক দিতেই ফুঁসল বিএনপি

Bangladesh: শনিবার দুপুরে ঢাকায় আয়োজিত কৃষকদলের একটি আলোচনা সভা থেকেই ইউনূসের আমন্ত্রণের ব্যাপারটা খোলসা করেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

Bangladesh: কাজের কাজ কিছু হয় না..., ইউনূস ফের বৈঠকের ডাক দিতেই ফুঁসল বিএনপি
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | X

| Edited By: Avra Chattopadhyay

May 31, 2025 | 9:17 PM

ঢাকা: দেশে ফিরেই ফের একবার আলোচনায় বসতে চান ইউনূস। সেই সূত্রে বিএনপিকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তিনি। ঢাকা সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসার জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

কিন্তু ঠিক কী কারণে এই নিয়ে আমন্ত্রণ তা এখনও সরকারি ভাবে স্পষ্ট করা হয়নি। শনিবার দুপুরে ঢাকায় আয়োজিত কৃষকদলের একটি আলোচনা সভা থেকেই ইউনূসের আমন্ত্রণের ব্যাপারটা খোলসা করেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।’ তাঁর সংযোজন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন করাতে হবে, এটা জনগণের দাবি। এরপর নির্বাচনের কোনও কারণ নেই।’

সম্প্রতি, বাংলাদেশে বিরাট সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। তাতে যোগ দিয়েছিল হাজার হাজার কর্মী-সমর্থকরা। বাংলাদেশের আকাশে-বাতাসে নির্বাচনের হাওয়া যে পাক খেতে শুরু করেছে তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতি ইউনূসের ফের বৈঠকের ডাককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিএনপি স্পষ্ট করেই দিয়েছে, নির্বাচন করালে তা ডিসেম্বরের মধ্যে করাতে হবে। এমনকি, সেই ভিত্তিতে রোড ম্যাপেরও দাবি জানিয়েছে তারা। এবার সেই আবহেই আরও একবার বৈঠকে বসতে চলেছে দুই শিবির।