Muhammad Yunus on Bangladesh: ‘জালিয়াতিতে বিশ্বসেরা বাংলাদেশ’, বললেন ইউনূস নিজেই!

Bangladesh: বাংলাদেশে এখন বইছে ভোটের হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ইতি ঘটিয়ে ফের একবার নির্বাচিত সরকার আসবে। ক্ষমতা থেকে বিদায়ের আগেই এমন বেফাঁস মন্তব্য ইউনূসের! তবে নেপথ্যের কারণ কিন্তু অত্যন্ত গুরুতর। 

Muhammad Yunus on Bangladesh: জালিয়াতিতে বিশ্বসেরা বাংলাদেশ, বললেন ইউনূস নিজেই!
ফাইল চিত্রImage Credit source: PTI

|

Jan 30, 2026 | 7:18 AM

ঢাকা: আর কিছুতে বিশ্বসেরা হোক না হোক, জালিয়াতিতে বিশ্বসেরা বাংলাদেশ! না, এ কথা আমরা বলছি না। বলছেন সে দেশেরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বাংলাদেশে এখন বইছে ভোটের হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ইতি ঘটিয়ে ফের একবার নির্বাচিত সরকার আসবে। ক্ষমতা থেকে বিদায়ের আগেই এমন বেফাঁস মন্তব্য ইউনূসের! তবে নেপথ্যের কারণ কিন্তু অত্যন্ত গুরুতর।

ঢাকার শের-ই-বাংলা নগরে মহম্মদ ইউনূস বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি জানান যে বাংলাদেশিদের কোন কাজের জন্য লজ্জিত হতে হয়। শুধু তিনি নন, বহু বাংলাদেশিই এই লজ্জার মুখে পড়েছেন। কী সেই কাজ? ভুয়ো নথি তৈরি।

মহম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সকলের জানা আছে হয়তো। তবু আমি আবার বলব। পৃথিবীর চ্যাম্পিয়ন, কীসে? জালিয়াতিতে। সব কিছুই জাল। অনেক দেশ তো আমাদের পাসপোর্ট গ্রহণই করতে চায় না। ভিসা ভুয়ো, পাসপোর্ট ভুয়ো। এখানে আমরা ভুয়োর একটি কারখানা তৈরি করে ফেলেছি।”

বাংলাদেশিদের এই ভুয়ো নথির ঠেলায় বিশ্বের কাছে বাংলাদেশিদেরই মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ইউনূস। এ ভাবে প্রযুক্তির অপব্যবহার করা উচিত নয়। তার বদলে পরামর্শ দেন, যারা এত নিখুঁতভাবে জালিয়াতির কাজ করেন, ভুয়ো নথি তৈরি করেন, তারা যেন নিজের বুদ্ধিমত্তাকে সৎ কাজে লাগান।  ইউনূস বলেন, ‘‘আমরা চাই না আমাদের দেশ ভুয়োর কারখানায় পরিণত হোক। আমরা আমাদের মেধার ভিত্তিতে পৃথিবীতে মাথা উঁচু করে চলতে চাই।’’

এদিকে, ইউনূসের এই মন্তব্যের পরই সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লিগ ওই মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণও শুরু করেছে।