ঢাকা: অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশের কট্টরপন্থীদের নেতাদের মধ্যে কাজ করছে ভয়! ভারত যদি সত্যিই যুদ্ধে নামে! এমন ভয়ই পাচ্ছেন ওই নেতারা। সম্প্রতি প্রকাশ্য সভা থেকে কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিমের বক্তব্যে সেই আতঙ্কের ছাপ স্পষ্ট। ভারতের বিরুদ্ধে কি হিংসার বিষ ছড়ানোর চেষ্টা চলছে বাংলাদেশে। প্রকাশ্য সভা থেকে সরাসরি হুমকি দিতে শোনা যাচ্ছে তাঁকে।
ওই নেতা বলছেন, ‘ভারতের কালো হাত ভেঙে দেব। ভারতকে এমন শিক্ষা দেব, যা কোনও দিন ভারত দেখেনি।’ কয়েকদিন আগেই বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন ওই নেতা। তারপরই প্রকাশ্যে এই ভাষণ দিতে শোনা গেল তাঁকে।
শুধু ভারতকে হুমকি দিয়েই শেষ করেননি ওই কট্টরপন্থী নেতা। ফের একবার ইসকন-কে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন সমাবেশ থেকে। ভয় পেয়েই কার্যত এমন হুঙ্কার দিচ্ছেন বলে মনে করছে কূটনৈতিক মহল। তাঁর দাবি, ভারত যুদ্ধে নামলে বাংলাদেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতকে উচিৎ শিক্ষা দেবে। উল্লেখ্য়, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় অশান্ত গোটা বাংলাদেশ। দেশে এই অবস্থা সত্ত্বেও ভারতকে হুঙ্কার দিচ্ছেন ওই নেতা।
ওই নেতাকে আরও বলতে শোনা যাচ্ছে, ইসকন একটি সন্ত্রাসবাদী সংগঠন। অবিলম্বে ইসকন-কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে যখন গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে, তার মধ্যেই এমন দাবি উঠছে বাংলাদেশের মৌলবাদীদের থেকে।