Bangladesh: হাসিনার তৈরি আরও এক নিয়ম বদল, বাংলাদেশে আজ থেকে আর বলা যাবে না এই কথা…

Sheikh Hasina: আওয়ামী লিগ সরকারের জারি করা অন্যান্য প্রোটোকল ও নির্দেশনাগুলিও পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। 

Bangladesh: হাসিনার তৈরি আরও এক নিয়ম বদল, বাংলাদেশে আজ থেকে আর বলা যাবে না এই কথা...
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit source: PTI

|

Jul 12, 2025 | 4:06 PM

ঢাকা: বাংলাদেশ থেকে যেন অস্তিত্বই মুছে ফেলা হচ্ছে শেখ হাসিনার। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অস্তিত্ব আগেই মুছে ফেলেছে ইউনূস সরকার। পাঠ্যবই থেকে মিউজিয়াম, কার্যত মুছে সাফ করে দেওয়া হয়েছে। এবার হাসিনা আমলের আরও একটি নিয়মে বদল আনল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইউনূস সরকার।

বাংলাদেশে এবার থেকে মহিলা সরকারি আধিকারিক বা কর্মকর্তাদের আর স্যর বলে সম্বোধন করা যাবে না। এই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী-পুরুষকে সমান অধিকার, সমান সম্মান দিতেই এই নিয়ম চালু করেছিলেন। তবে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে দিল।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, শেখ হাসিনার জমানায় প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় মহিলা আধিকারিকদেরও স্যর বলে সম্বোধন করতে হত, যা অত্যন্ত বেমানান। তাই উপদেষ্টা পরিষদ এই স্যর সম্বোধন করার নিয়ম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

একইসঙ্গে আওয়ামী লিগ সরকারের জারি করা অন্যান্য প্রোটোকল ও নির্দেশনাগুলিও পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে।