AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ভারতীয়দের লাথি মেরে তাড়ানোর হুমকি তারেক রহমানের! ঔদ্ধত্য বেড়েই চলেছে বাংলাদেশের

Bangladesh Threat: তারেক রহমান বলেন, "এভাবে হবে না। আমাদের ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে। একটা একটা করে ভারতীয়কে লাথ মেরে ভারত সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসতে হবে।" 

Bangladesh: ভারতীয়দের লাথি মেরে তাড়ানোর হুমকি তারেক রহমানের! ঔদ্ধত্য বেড়েই চলেছে বাংলাদেশের
ভারতীয়দের তাড়ানোর হুমকি তারেক রহমানের।Image Credit: X
| Updated on: Dec 13, 2024 | 8:35 AM
Share

ঢাকা: বেড়েই চলেছে বিদ্বেষ। বাংলাদেশিদের মন বিষিয়ে তুলতে লাগাতার উসকানিমূলক মন্তব্য করা হচ্ছে। হিন্দুদের উপরে হামলা-অত্যাচারের পর এবার ভারতীয়দের বাংলাদেশ থেকে উৎখাত করার হুমকি। ভারতীয়দের লাথ মেরে তাড়ানোর হুমকি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা গণ অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব তারেক রহমান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশি নেতাদের হুমকির ভিডিয়ো। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে ভারতীয়দের লাথ মেরে তাড়ানোর হুমকি দিচ্ছেন তারেক রহমান। ভারতের বিরুদ্ধে হিংসা, ক্ষোভ উগরে দিয়ে বলেন, “রাঙামাটি থেকে সিলেট পর্যন্ত ৪৫ কিমি রাস্তা ভারত আমাদের দেয়নি। ৪০০ কিমি ঘুরে যেতে হয়। তাহলে ভারতকে ১৫০০ কিমি বাঁচানোর জন্য ৪০০ কিমি ট্রানজিট দেওয়া হল?”

গণ অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব তারেক রহমান বলেন, “ফেণী, চট্টগ্রামে ইকোনমিক জোন দিয়েছেন শেখ হাসিনা। আমি প্রশ্ন করছি, আপনি কি বাংলাদেশের সন্তান ? এরকম সাঙ্ঘাতিক কাজ করলেন কী করে। আমরা কি পারব ভারতে চিকেন নেকে ইকোনমিক জোন তৈরি করতে? এখান নেপাল-ভুটান যাওয়ার রাস্তাটুকু আমরা পাইনি। এভাবে হবে না। আমাদের ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে। একটা একটা করে ভারতীয়কে লাথ মেরে ভারত সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসতে হবে।” 

তারেক আরও বিষোদগার করে বলেন, “ভারত নিজের সুবিধার জন্য চট্টগ্রাম, মঙ্গলা বন্দর ব্যবহার করে। কিন্তু নেপাল-ভুটানের মতো ছোট দেশ যখন বন্দর ব্যবহার করতে চাইল, ভারত অনুমোদন দেয়নি। এবাক সোজাসুজি হিসাব করার সময় এসেছে। ভারত আগেরবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিল। ইউনূস স্যর এবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরই কয়েকটি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”