Bangladesh Unrest: তারেক রহমান ফিরবে বলেই আগুন জ্বলছে বাংলাদেশে? বিস্ফোরক অভিযোগ BNP-র

BNP-Muhammad Yunus: বাংলাদেশের মানুষকে প্রভাবিত করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে সতর্ক করেন মির্জা আব্বাস। বলেন, "জল ঘোলা করে পরে মাছ শিকার করার ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।"

Bangladesh Unrest: তারেক রহমান ফিরবে বলেই আগুন জ্বলছে বাংলাদেশে? বিস্ফোরক অভিযোগ BNP-র
তারেক রহমান।Image Credit source: X

|

Dec 21, 2025 | 10:12 AM

ঢাকা: বাংলাদেশে আবার অশান্তি। আবার আগুন জ্বলছে পড়শি দেশে। ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে এত কিছু, অথচ এখনও হামলাকারী ধরা পড়েনি। এইসবই সন্দেহ তৈরি করছে একটা বিষয় নিয়ে। বাংলাদেশের হিংসা (Bangladesh Unrest) নিয়ে একাংশ প্রশ্ন তুলছে, গোটা ঘটনাটাই পরিকল্পিত না তো? এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আগেই বিএনপি(BNP)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে একটা চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চাইছে। এবার মির্জা আব্বাস প্রশ্ন তুললেন যে তারেক রহমান (Tarique Rahman) দেশে ফেরার কথা ঘোষণা করার পরই কেন দেশে এই ধরনের নানা হিংসার ঘটনা ঘটছে।

অসুস্থ বিএনপির প্রধান খালেদা জিয়া। হাসপাতালে ভর্তি তিনি, অবস্থা সঙ্কটজনক। ছেলে তারেক রহমান ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই ঘোষণা হয়ে যায় বাংলাদেশ নির্বাচনের তারিখ। এরপরই তারেক রহমানও জানালেন যে তিনি অবশেষে দেশে ফিরছেন। ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তিনি।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বিগত তিনদিন ধরে ঘটে চলা হিংসার ঘটনার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যে তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে হিংসার ঘটনা পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে। তাঁর দাবি, হাতে গোনা কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে

মির্জা আব্বাস বলেন, “আমাদের নেতা দেশে আসছেন, মানে গণতন্ত্র দেশে ফিরে আসছে। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। কেউ বিভ্রান্ত হবেন না।”

প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে হামলা ও অগ্নিসংযোগের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আজকে কতগুলি পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো প্রতিষ্ঠান পুড়িয়ে দিলেন-এরা কারা? ওরা কি দেশকে ভালোবাসে? এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু। এদেরকে থামাতে হবে।”

বাংলাদেশের মানুষকে প্রভাবিত করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে সতর্ক করেন মির্জা আব্বাস। বলেন, “জল ঘোলা করে পরে মাছ শিকার করার ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

 অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতাতিনি বলেন, “এত ঘটনা ঘটছে, কোথায় গ্রেফতার? কোথায় আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে মাঠে দেখা যাচ্ছে নাআমরা সরকার প্রধানের সঙ্গে দেখা করে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম, কিন্তু সেই সহযোগিতা গ্রহণ করা হয়নি।”

ঢাকায় অস্থিতিশীলতা সৃষ্টির কোনো পরিকল্পনা সফল হতে দেবেন না বলেও হুঁশিয়ার করেন মির্জা আব্বাস। বলেন, “নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের জবাব আমরা নির্বাচন দিয়েই দেব। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে। আমরা আমাদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবই।”

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও সনদের গণভোট হবে।