Bangladesh News: দুষ্কৃতীদের হাতে চলে যেতে পারে বাংলাদেশ? তথ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jan 02, 2022 | 7:59 PM

Bangladesh News: সাম্প্রদায়িকতাকে যারা প্রশ্রয় দেয়, অথবা সাম্প্রদায়িকতাকে নিয়ে যায় রাজনীতি করে, দেশের শাসন ক্ষমতা যেন কোনোভাবেই তাদের হাতে না চলে যায় সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন হাসান মাহমুদ

Bangladesh News: দুষ্কৃতীদের হাতে চলে যেতে পারে বাংলাদেশ? তথ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

ঢাকা: বেশ কিছুদিন ধরেই শাসক আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে চলা রাজনৈতিক চাপানউতোরকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার বন্দোবস্ত নিয়ে ক্রমাগত সরকারকে বিঁধে চলেছে বিরোধী বিএনপি। দেশের দুই প্রধান দলের রাজনৈতিক লড়াইয়ের মধ্যে আজ এক অন্য কথা শোনালেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার যদি কোনও ভুল করে, তবে অবশ্যই তার সমালোচনা করা দরকার। কিন্তু সমালোচনা এমন মাত্রায় না যায় পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দুষ্কৃতকারীদের হাতে চলে যায়। রবিবার, ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের উদ্দেশে তিনি এই আবেদন করেন।

সাম্প্রদায়িকতাকে যারা প্রশ্রয় দেয়, অথবা সাম্প্রদায়িকতাকে নিয়ে যায় রাজনীতি করে, দেশের শাসন ক্ষমতা যেন কোনোভাবেই তাদের হাতে না চলে যায় সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন হাসান মাহমুদ। তিনি বলেন, “বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। দেশেরই অগ্রগতি অনেকেরই পছন্দ হচ্ছে না। দেশকে আরো এগিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা আবশ্যক। অগ্রগতিকে সুনিশ্চিত করতে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গুলিকে, সাংবাদিকদের যাবতীয় প্রয়োজন অধিকারের কথা মাথায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন মাহমুদ। তিনি জানিয়েছেন, ওয়েজ বোর্ডে সাংবাদিকদের জন্য গ্রুপ ইন্সুরেন্সর কথা বলা আছে। নিয়ম থাকলেও বেশিরভাগ সংস্থাই কার্যক্ষেত্রে এই নিয়মটি মেনে চলেনি। গ্রুপ ইন্সুরেন্সর জন্য খুব বেশি অর্থের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন সামর্থ্য থাকলেও প্রতিষ্ঠানগুলির উদ্যোগের অভাবে এই কাজ এখনও আটকে রয়েছে। তাঁর আশা, আগামী শীতকালীন অধিবেশনে বিষয়টি সংসদে উপস্থাপিত হবে।

আরও পড়ুন উপগ্রহকে বোমা বানিয়ে পৃথিবীতে হামলা করতে পারে এলিয়েনরা, মার্কিন অধ্যাপকের ভয়ঙ্কর দাবি

আরও পড়ুন Omicron Symptoms: স্বাদ-গন্ধ চলে যাওয়া নয়, এই উপসর্গগুলি দেখলেই বুঝবেন শরীরে বাসা বেঁধেছে ওমিক্রন

Next Article