উপগ্রহকে বোমা বানিয়ে পৃথিবীতে হামলা করতে পারে এলিয়েনরা, মার্কিন অধ্যাপকের ভয়ঙ্কর দাবি
Aliens Attack on Earth: ওই বিশেষজ্ঞ এটাও দাবি করেছেন যে হামলার আগে ভিনগ্রহের প্রাণীরা ইউএফও চেপে পৃথিবীও পরিদর্শন করবে। সান অনলাইনকে দেওয়া একটি ইন্টারভিউতে আলবামার ইউএস এয়ারফোর্স কমান্ডার অ্যান্ড স্টাফ কলেজের অধ্যাপক পল স্প্রিঙ্গার এই দাবি করেছেন।
উপগ্রহদের বোমা বানিয়ে পৃথিবীর উপর হামলা করে সমস্ত সম্পদ নষ্ট করে দেবে এলিয়েনরা। এমনই দাবি করেছেন এক মার্কিন অধ্যাপক। ওই বিশেষজ্ঞ এটাও দাবি করেছেন যে হামলার আগে ভিনগ্রহের প্রাণীরা ইউএফও চেপে পৃথিবীও পরিদর্শন করবে। সান অনলাইনকে দেওয়া একটি ইন্টারভিউতে আলবামার ইউএস এয়ারফোর্স কমান্ডার অ্যান্ড স্টাফ কলেজের অধ্যাপক পল স্প্রিঙ্গার এই দাবি করেছেন।
অধ্যাপক স্প্রিঙ্গার ইউএফও এবং ভিনগ্রহের প্রাণীদের নিয়ে সেই সময় এই কথা বলেন, যখন তিনি জুন মাসে একটি রিপোর্ট পেশ করেছিলেন। তাতে তিনি বলেছিলেন আমেরিকার আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তুর তথ্য সামনে এসেছে, কিন্তু তিনি বলতে পারবেন না এটা কী। এরপর কংগ্রেস আর সেনেট এই ঘটনার তদন্তের জন্য একটি নতুন সমর্পিত ইউএফও কার্যালয় প্রকল্পের জন্য ভোটদান পর্বের আয়োজন করে।
ইউএস এয়ার কমান্ডার অ্যান্ড স্টাফ কলেজের এই অধ্যাপকের মতে, যদি এলিয়েনদের হামলা হয়, তাহলে এটা একদম তেমন হবে, যেমনটা ইউরোপিয়ানরা আমেরিকার উপর ৩০০ বছর আগে করেছিল। অর্থাৎ সম্পদ লুঠ করা হবে, আর মূল বাসিন্দাদের গায়েব করে দেওয়া হবে। তিনি বলেন, এলিয়েনরা যাযাবরের মতো হতে পারে, যারা সম্পদের জন্য গ্রহের সন্ধান করছে।
অধ্যাপক আরও জানিয়েছেন, পৃথিবীর পরমাণু হাতিয়ারগুলিকে লেজার অথবার গাইডেড অ্যাস্টেরয়েডের (উপগ্রহ) মাধ্যমে ধ্বংস করা হতে পারে। এছাড়াও এলিয়েনরা মানব সভ্যতা ধ্বংস করার জন্য ভাইরাসও পাঠাতে পারে। তিনি বলেন যে এটাও সম্ভব হতে পারে যে ভিনগ্রহের প্রাণীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, ওরা নিজেদের হাতিয়ার বানানোর জন্য সামান্য সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করতে পারে।
অধ্যাপক পল স্প্রিঙ্গার আরও জানিয়েছেন, যে কোনও সম্ভাব্য হামলা থেকে বাঁচার জন্য সেনার কাছে অপশন রয়েছে। প্রথমত যে কোনও পরিস্থিতি বেঁচে থাকা আর এরপর এলিয়েন আর তাদের টেকনোলজিকে বোঝা। অধ্যাপক এই দাবি সেই সময় করেছেন যখন ৩৪০ ফুট চওড়া একটি উপগ্রহ দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
আরও পড়ুন: BGMI Latest Update: নতুন বছরে সুখবর, ব্যাটলগ্রাউন্ডের লগইন সমস্যার সমাধান করল ক্রাফ্টন