Road Accident: চলন্ত অটোকে পিষে দিল বাস, মৃত্যু একই পরিবারের ৭ জনের
Road Accident: ফায়ার সার্ভিস স্টেশনের অন্যতম কর্তা শাহজাহান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। তবে তাঁরা পৌঁছনোর আগেই উদ্ধার করতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ: ফের গতির বলি সাধারণ যাত্রী। অটোরিকশা পিষে দিয়ে এগিয়ে গেল বাস। বেপরোয়া গতিতে বাসটি যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ সদস্যের। আহতও হয়েছেন অনেকে।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারিতে। একটি বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অটোতে থাকা একই পরিবারের সাতজনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজি অটোরিকশাটি ফটিকছড়ির দিকে যাচ্ছিল আর বাস যাচ্ছিল চট্টগ্রামের দিকে। ঘটনার পর প্রথমে মৃতের সঠিক পরিচয় না জানা গেলেও, পরে জানা যায় তাঁরা প্রত্যেকে একই পরিবারের সদস্য।
হাটহাজারি থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন সাত জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস এবং অটোরিকশার বেপরোয়া গতির জেরেই ওই দুর্ঘটনার ঘটনা ঘটে এদিন।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের অন্যতম কর্তা শাহজাহান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। তবে তাঁরা পৌঁছনোর আগেই উদ্ধার করতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম থেকে অন্য জেলায় যাওয়ার পথে এই রয়েছে এই হাটহাজারী। বেশ কিছু ছোট পাহাড় রয়েছে ওই অঞ্চলে। রাস্তাগুলোও বেশ আঁকাবাঁকা হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা থাকে বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে।