Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধি-নিষেধে কাজ হচ্ছে না, যে কোনও সময় ‘শাটডাউন’ হতে পারে বাংলাদেশ

এ ছাড়া করোনা রোখার জন্য সাতটি জেলায় বিধি-নিষেধ আরও কঠোর করে ঢাকাকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে হাসিনা সরকারের।

বিধি-নিষেধে কাজ হচ্ছে না, যে কোনও সময় 'শাটডাউন' হতে পারে বাংলাদেশ
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Jun 24, 2021 | 9:51 PM

ঢাকা: বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যায় তেমন কোনও নিম্নগমন দেখা যাচ্ছে না। করোনার করাল থাবা রুখতে তাই সম্পূর্ণ ‘শাটডাউনের’ পরামর্শ দিয়েছে সে দেশের করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। সেই পরামর্শকে যৌক্তিক বলেই জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, সরকার যে কোনও সময় ‘শাটডাউন’ ঘোষণা করতে পারে। বাংলাদেশে বর্তমানে বিধি-নিষেধ কায়েম রয়েছে। কিন্তু বিধি-নিষেধে রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। বুধবার রাতে তাই করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি ১৪ দিনের সম্পূর্ণ ‘শাটডাউনের’ সিদ্ধান্ত নিয়েছে। সেই সুপারিশও পৌঁছেছে বাংলাদেশ সরকারের কাছে।

এ ছাড়া করোনা রোখার জন্য সাতটি জেলায় বিধি-নিষেধ আরও কঠোর করে ঢাকাকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে হাসিনা সরকারের। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের বিধি-নিষেধ জারি হয়েছিল। পরবর্তীকালে তা আরও ২ দিন বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এরপর চালু হয় ‘সর্বাত্মক লকডাউন।’ এরপর ১৫ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ জারি রাখার সিদ্ধান্ত নেয় হাসিনার মন্ত্রক। সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে এ বার জরুরি পরিষেবা বাদে সবকিছু সম্পূর্ণ বন্ধ করতে পারে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। যা আড়াই মাসে সর্বোচ্চ। এ পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ৭২ হাজার ৯৩৫ জন। প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৮৬৮ জন।

আরও পড়ুন: মাথাপিছু আয়ে ভারতকে টপকে গিয়েছে বাংলাদেশ, দাবি হাসিনার মন্ত্রীর