Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আশঙ্কার মেঘে কাটছে না, ফের আক্রান্ত বাড়ল বাংলাদেশ

মৃত্যুর সংখ্যা গতকালের থেকে কিছুটা কমেছে, কিন্তু আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে।

আশঙ্কার মেঘে কাটছে না, ফের আক্রান্ত বাড়ল বাংলাদেশ
ফের বাড়ল সংক্রমণ
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 8:58 PM

ঢাকা: এক দিনে মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। তবে নতুন সংক্রামিতের সংখ্যা বেড়েছে। গত এক দিনে নতুন করে ৩,৮৮৩ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। শুধুমাত্র খুলনাতেই নতুন করে এক হাজারের বেশি নতুন আক্রান্তের হদিশ মিলেছে। সারা দেশে আক্রান্তের হার ১৮ শতাংশে ছাড়িয়ে গিয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ ৪৪ হাজার ৯৭০। করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৯৯। সরকারি হিসেব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৭৮ হাজার ৪২১ জন।

আরও পড়ুন: সবরমতীর জলে মিলল কোভিড-১৯! চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট আইআইটি গবেষকদের হাতে

বাংলাদেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। সেই সংখ্যা আট লক্ষ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।