ওপার বাংলায় রেকর্ড সংক্রমণ! এক লাফে ১১ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 06, 2021 | 10:22 PM

Bangladesh: গত কয়েকদিন ধরেই মৃতের সংখ্যা ১০০ ছাড়াচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হল বাংলাদেশে।

ওপার বাংলায় রেকর্ড সংক্রমণ! এক লাফে ১১ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: ভারতের করোনা সংক্রমণের হার প্রশমিত হতে শুরু করলেও প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি ভাল নয়। করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে ওপার বাংলায়। গত সোমবার বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯৬৪। এক দিনে লাফ দিয়ে সেটাই পৌঁছে গেল ১১ হাজারে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১,৫২৫। গত বছরের অগস্টের পর বাড়ল পজিটিভিটির হার।

মে মাসের মাঝামাঝি থেকেই করোনা সংক্রমণের হার বাড়ছিল বাংলাদেশে। মঙ্গলবার তা ৩১.৪৬ শতাংশে পৌঁছেছে, যা গত বছরের অগস্টের পর সর্বোচ্চ। গত বছর ৩ অগাস্ট সংক্রমণের হার ছিল ৩১.৯১ শতাংশ। তার আগে গত বছরের ১২ জুলাই দৈনিক শনাক্তের হার পৌঁছেছিল ৩৩ শতাংশে যা বাংলাদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

গত ৩০ জুন সারা দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি হয়। তার আগের দিন ৩০ জুন রেকর্ড ৮,৮২২ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু লকডাউনেরও লাভ হল না, বাড়ছে সংক্রমণ। সোমবার, সারা দেশে ১৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য দফতর। মঙ্গলবার সেই সংখ্যা কমেছে শুধু একজন, মৃত ১৬৩।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার ঘোষণা বুধেই! বয়স কম, ডিগ্রি বেশি, কী কী চমক থাকছে?

এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯ লক্ষ ৬৬ হাজার ৪০৬ জনে। তাদের মধ্যে ১৫ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এক দিনে কেবল ঢাকাতেই ৫০৯৭ জন নতুন রোগীর হদিশ মিলেছে, যা দিনের মোট শনাক্তের প্রায় ৪৪ শতাংশের বেশি। চট্টগ্রামে এক দিনে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে, খুলনায় ছাড়িয়েছে ১৮০০।

Next Article