বাংলাদেশে ৭ দিনের আনলক, ২৩ থেকে ফের লকডাউন

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 13, 2021 | 12:59 PM

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে বিবৃতি জারি করে জানিয়েছে, দোকানপাট, শপিং মল সব খোলা থাকবে এই ৭ দিন।

বাংলাদেশে ৭ দিনের আনলক, ২৩ থেকে ফের লকডাউন
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: সূত্র মারফত যে খবর আসছিল, তাতেই সিলমোহর। ১৫ জুলাই থেকে সাময়িক আনলক হচ্ছে বাংলাদেশ (Bangladesh)। ফের ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চালু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবে ঈদুল আজহারের আগে ব্যবসার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে হাসিনা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে বিবৃতি জারি করে জানিয়েছে, দোকানপাট, শপিং মল সব খোলা থাকবে এই ৭ দিন। চালু থাকবে গণপরিবহণও।  তবে ক্রেতা ও বিক্রেতাদের কঠোর ভাবে করোনাবিধি মেনে চলতে হবে।

হাসিনা প্রশাসন জানিয়েছে, দেশের আর্থ সামাজিক অবস্থা ঠিক রাখতেই ১৪ জুলাই মধ্য রাত থেকে ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত এই সাময়িক আনলক চালু থাকবে। ব্যাবসায়ীরা খুশি হলেও তাঁদের মতে, মুনাফার সম্ভাবনা নেই। কারণ, কোরবানি ঈদের কেনাকাটা ২-৩ সপ্তাহ আগে শুরু হয়। করোনার কারণে সেই ব্যবসা শেষ। ফলে এই ৬ দিনে যা টাকা আসবে, তাতে বড় জোর কর্মীদের বেতন দেওয়া যাবে।

বাংলাদেশে জুন মাসের শেষের দিক থেকেই সংক্রমণ রুখতে বিধিনিষেধ কায়েম হয়েছিল। তারপর করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ১ জুলাই থেকে বাংলাদেশে কঠোর লকডাউন চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকার কথা ছিল। কিন্তু সংক্রমণ বাগে না আসায় ১৪ জুলাই পর্যন্ত তা বর্ধিত করে হাসিনা প্রশাসন। মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবেই ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল হচ্ছে সে দেশে। কিন্তু যে হারে বাংলাদেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে লকডাউন শিথিল করলে, তার উল্টো প্রভাব পড়বে না তো? উঠছে সে প্রশ্নও।উল্লেখ্য, বাংলাদেশে সোমবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২২০ জন। আরও পড়ুন: আমেরিকাবাসী হলেও ভারত আমার সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে: সুন্দর পিচাই

Next Article