ঢাকা: করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরলেও এখনও অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের প্রধান খালেদা জিয়া (Khaleda Zia)। এই পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন জানাল বাংলাদেশের সাংবাদিক মহল। মোট ১ হাজার ৫৫৭ সাংবাদিক একটি বিবৃতিতে খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন জানিয়েছেন।
এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। করোনা মুক্ত হলেও শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন হার্ট এবং কিডনির সমস্যায় ভুগছিলেন খালেদা। বিগত প্রায় একমাস এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন হয়েছিল। আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল চিকিৎসা।