গুরুতর অসুস্থ খালেদা জিয়া, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন সাংবাদিকদের

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 26, 2021 | 7:22 PM

Journalists Request for Khaleda Zia's Treatment: এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। করোনা মুক্ত হলেও শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হয়েছিল তাঁকে।

গুরুতর অসুস্থ খালেদা জিয়া, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন সাংবাদিকদের
ফাইল চিত্র।

Follow Us

ঢাকা: করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরলেও এখনও অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের প্রধান খালেদা জিয়া (Khaleda Zia)। এই পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন জানাল বাংলাদেশের সাংবাদিক মহল। মোট ১ হাজার ৫৫৭ সাংবাদিক একটি বিবৃতিতে খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন জানিয়েছেন।

এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। করোনা মুক্ত হলেও শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন হার্ট এবং কিডনির সমস্যায় ভুগছিলেন খালেদা। বিগত প্রায় একমাস এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন হয়েছিল। আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল চিকিৎসা।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় তিন বছর আগে জেলে যেতে হয়েছিল ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই পরিবারের আবেদনে সরকার গত বছর ২৫ মার্চ ‘মানবিক কারণে’ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দিয়েছিল বাংলাদেশ সরকার।

আরও পড়ুন: ইন্দো-বাংলা সীমান্তে ২ শিশু সহ ৭ বাংলাদেশি গ্রেফতার, ধৃত ভারতীয় আশ্রয়দাতাও 

Next Article