ঢাকা: করোনায় কাবু বাংলাদেশ (Bangladesh)। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২২৫ জন। যা গত দিনের তুলনায় বেশি। সে দেশে এখন পজিটিভিটি রেট ২৯.০৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বাংলাদেশে মৃত্যু হয়েছিল ২০৪ জনের।
এ পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৩ হাজার ৯৮৯ জন। প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৮৯৪ জন। এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ৩২ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ তারপর থেকে একের পর এক ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশে। সম্প্রতি করোনার ডেল্টা স্ট্রেন হানা দেওয়ায় লাফিয়ে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
বাংলাদেশে এখন শিথিল লকডাউন জারি রয়েছে। কোরবানি ঈদের ব্যবসা ঠিক রাখতে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে কোরবানি ঈদের পর কঠোর লকডাউন হবে। এ কথাই সাফ জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আপাতত গণপরিবহণ চালু থাকলেও ২৩ জুলাইয়ের পর কঠোর লকডাউন দেখবে হাসিনার দেশ।
বাংলাদেশে জুন মাসের শেষের দিক থেকেই সংক্রমণ রুখতে বিধিনিষেধ কায়েম হয়েছিল। তারপর করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ১ জুলাই থেকে বাংলাদেশে কঠোর লকডাউন চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকার কথা ছিল। কিন্তু সংক্রমণ বাগে না আসায় ১৪ জুলাই পর্যন্ত তা বর্ধিত করে হাসিনা প্রশাসন। মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবেই ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল হয়েছে সে দেশে। কিন্তু যে হারে বাংলাদেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে লকডাউন শিথিল হওয়ায়, তার উল্টো প্রভাব পড়বে না তো? উঠছে সে প্রশ্নও। আরও পড়ুন: যুদ্ধাস্ত্র নয়, বাঁদর পুষতে কোটি কোটি টাকা খরচ করছে বাইডেনের আমেরিকা