ঢাকা: সাধারণভাবে অনেক ছেলেরই বাইকের (Bike) প্রতি আলাদা মোহ থাকে। অল্প অল্প করে টাকা জমিয়ে অথবা পরিবারের থেকে আবদার করে নিজের শখের বাইক কেনে অনেকে। বাংলাদেশের (Bangladesh) এক যুবকেরও দীর্ঘদিনের সাধ ছিল একটি বাইক কেনার। তবে সাধের বাইক কেনার জন্য সে এমন কাজ করবে, তা শুনে কল্পনাও করতে পারছেন না অনেকে। খন্দকার সাকিব সাদমান দীর্ঘদিন ধরে বাইক কেনার পরিকল্পনা করছিল, তবে কোনওভাবেই বাইক কেনার প্রয়োজনীয় টাকা জোগাড় করে উঠতে পারছিল না তিনি। এরপরই দুই বন্ধুর বুদ্ধি শুনে তিনি নিজের প্রেমিকাকেই এমন সমস্যার মধ্যে ফেলবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুদের বু্দ্ধি শুনে নিজের প্রেমিকাকেই অপহরণ (Kidnapping) করে তাঁর বাবার কাছে বাইক কেনার জন্য মুক্তিপণ দাবি করেছিল ওই যুবক। পুলিশ জানিয়েছে, প্রেমিকার বাবার কাছে ৩ লক্ষ টাকা দাবি করেছিল ওই যুবক। পুলিশ মেয়েটিকে ইতিমধ্যেই উদ্ধার করেছে।
গত মাসের ২৭ তারিখ ঢাকার মুগদা এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। ২৮ মার্চ অপহৃতা যুবতীর মামা মুগদা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার অ্যান্ড স্পেশ্যাল ক্রাইম বিভাগ। সেই দিনই মুগদার কাঠপোল এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। সেই সময় সাদমানকেও গ্রেফতার করা হয়েছিল। স্পেশ্যাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশরাফ উল্লাহ প্রথম আলোকে জানিয়েছেন, “সাদমান ও তাঁর দুই বন্ধু মিলে মেয়েটিকে অপহরণের ষড়ষন্ত্র করেছিল। বাইক কেনার পাশাপাশি তাদের নেওয়া ঋণ শোধের পরিকল্পনা ছিল তাদের।” পুলিশের জিজ্ঞাসাবাদে সাদমান জানিয়েছে, সে পড়াশোনা শিখেছে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়েই সে এই কাজ করেছে। সে নিজের মাদকাসক্তির কথাও জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটিও তাদের পরিকল্পার বিষয়ে কিছুই আন্দাজ করতে পারেনি। সাদমাত তাঁকে ফোন করে দেখা করতে বলেছিল। কলেজ যাওয়ার নাম করে ওই মেয়েটি তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই সময়েই তাঁকে অপহরণ করা হয়েছিল।
আরও পড়ুন Cardless Cash Withdrawl: এটিএম কার্ড না থাকলেও চিন্তা নেই, এই পদ্ধতিতে সহজেই তোলা যাবে টাকা