Bangladesh News: পদ্মা সেতুতে কবে থেকে চলবে ট্রেন, জানিয়ে দিলেন রেলমন্ত্রী
Bangladesh: বাংলাদেশের সাধারণ জনগণের মনে প্রশ্ন ছিল কবে থেকে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করবে? এবার সেই নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন বাংলাদেশের রেলওয়ে মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ফরিদপুর: চলতি বছর জুন মাসের ২৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হয়েছিল বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর। দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন গোটা দেশকে গর্বিক করেছিল। সেতু উদ্বোধন হওয়ার পর যান চলাচল শুরু করলেও রেল চলাচল শুরু হয়নি। বাংলাদেশের সাধারণ জনগণের মনে প্রশ্ন ছিল কবে থেকে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করবে? এবার সেই নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন বাংলাদেশের রেলওয়ে মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাসে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলবে। শনিবার, ভাঙা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দাতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্তর্গত ভাঙা স্টেশনেরর রেললাইন স্থাপনের কাজের সূচনা করে একথা জানিয়েছেন তিনি।
রেলমন্ত্রী জানিয়েছেন, ভাঙা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘল রেলপথ রয়েছে এবং একমাসের মধ্যে রেললাইনে স্লিপার বসানোর কাজ শেষ হবে। রেলমন্ত্রী বলেন, “ভাঙা স্টেশনকে অত্যাধুনিক মানে তৈরি করা হবে। এখানে মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর রেল সংযোগের স্টেশন পয়েন্ট হবে”। রেলের উচ্চ আধিকারির মহম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, দ্রুত এই কাজ শেষ করা হবে।
প্রসঙ্গত, পদ্মা সেতু তৈরি করতে বাংলাদেশ সরকারকারের ১১ বছর সময় লেগেছে। বাংলাদেশের দীর্ঘতম সেতু নির্মাণ করতে মোট ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এই সেতু স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। এই সেতুর একতলায় চার লাইনের সড়কপথ ধরে চলবে বাস, গাড়ি সহ আরও যান। অন্যতলায় চলবে ট্রেন। তবে সেতু উদ্বোধনের পরই ঘটে বিপত্তি। একের পর এক দুর্ঘটনার কারণে পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই সেতু চালু হওয়ার ফলে দুই বাংলার দূরত্বও প্রায় ১৫০ কিলোমিটার কমেছে।