৩৫-এর ওপরে হলেই টিকা নেওয়া যেত, এ বার বয়স কমাল বাংলাদেশ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 19, 2021 | 8:56 PM

প্রথমে ৪০ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হত, পরে সেই বয়স কমিয়ে ৩৫ করা হয়। এ বার ৩০ বছরের উর্ধ্বে টিকা দেওয়া হবে বাংলাদেশে।

৩৫-এর ওপরে হলেই টিকা নেওয়া যেত, এ বার বয়স কমাল বাংলাদেশ
ফাইল ছবি (পিটিআই)

Follow Us

ঢাকা: গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে। মৃতের সংখ্যাও প্রত্যেকদিন রেকর্ড ভাড়ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে টিকা নেওয়ার বয়সসীমা কমাল বাংলাদেশ সরকার। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের কর্তা ড. এবিএম খুরশিদ আলম জানিয়েছেন এ বার থেকে ৩০ বছর বয়স হলেও নেওয়া যাবে টিকা।

সোমবার ওই চিকিৎসক জানিয়েছেন, টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৩০ বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা টিকার জন্য আবেদন করতে পারবেন। দেশে কোভিড টিকার সরবরাহ বাড়ছে ক্রমশ। তারই মধ্যে সিদ্ধান্ত নিল সে দেশের সরকার।

এর আগে বাংলাদেশে ৪০ বছর বা এর বেশি বয়সীরা টিকার জন্য আবেদন করতে পারতেন। গত ৫ জুলাই স্বাস্থ্য দফতর জানায়, ৩৫ বছর হলেই টিকার জন্য আবেদন করতে পারবেন। বয়স কমানোর নতুন সিদ্ধান্তের আগে এখনও পর্যন্ত যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি হলেই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য আবেদন করা যেত।

অন্যদিকে অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সমীমার বাইরে। যেমন, মহামারী মোকাবিলায় যারা সামনের সারিতে কাজ করেন, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা নির্ধারিত বয়সসীমার বাইরেও টিআকা নিতে পারবেন। আরও পড়ুন: ফোনে আড়ি পেতেছে কেন্দ্র? মন্ত্রী বললেন, ‘এই রিপোর্ট মোটেই কাকতালীয় নয়’

Next Article