খুলবে বিশ্ববিদ্যালয়, টিকাকরণের প্রক্রিয়া শুরু বাংলাদেশে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 01, 2021 | 8:31 PM

Bangladesh: কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ আসিনা জানিয়েছেন সে দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেওয়া হবে।

খুলবে বিশ্ববিদ্যালয়, টিকাকরণের প্রক্রিয়া শুরু বাংলাদেশে
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: বিশ্বববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভ্যাকসিন নিতে পারবেন। বৃহস্পতিবার এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে বিজ্ঞপ্তি পাঠাল বাংলাদেশের ইউজিসি। সঠিক এনআইডি নম্বর দিয়ে শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য দফতরে পাঠাতে হবে।

গত ৩১ মে পর্যন্ত টিকা দিতে বিশ্ববিদ্যালয়গুলো ১ লক্ষের বেশি শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য দফতরে পাঠিয়েছে। উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবেন বলে কিছুদিন আগেই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার দু’দিনের মধ্যে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করতে বলল।

গত মঙ্গলবার বাংলাদেশের সংসদে হাসিনা বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান ইতিমধ্যেই শুরু হয়েছে। এই টিকাকরণ সম্পূর্ণ হলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় ‍খুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। আর সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা খুলে দেওয়া হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা নিয়ে সেগুলি চালু করা যায়নি। মঙ্গলবারও শিক্ষা মন্ত্রকের এক ঘোষণায় সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে সরকার পরিকল্পনা করেছিল, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সবাইকে টিকা দিয়ে মে মাসে ক্লাস খুলে দেওয়া হবে। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং টিকার সঙ্কটে সে চেষ্টা এগোয়নি।

আরও পড়ুন: একটাই উপায়ে বিদেশে যেতে পারবেন অসুস্থ খালেদা জিয়া

Next Article