একটাই উপায়ে বিদেশে যেতে পারবেন অসুস্থ খালেদা জিয়া
আনিসুল জানান, ক্ষমা চাইলে যদি রাষ্ট্রপতি সাড়া দেন, তবেই বিদেশে যেতে পারবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ঢাকা: চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) কাছে স্রেফ একটাই রাস্তা খোলা। তা হল ক্ষমা ভিক্ষা। তাঁকে রাষ্ট্রপতি বা ৪০১ ধারায় ক্ষমা চাইতে হবে। কিন্তু তার আগে অবশ্যই দোষ স্বীকার করতে হবে। জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর করে ‘মানবিক কারণে’ সরকার তাঁর সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছে। সেখানে বিদেশে না যাওয়ার শর্ত আছে। আইন বদলানোর কোনও সুযোগ নেই।
তাই একমাত্র উপায় হচ্ছে ক্ষমা প্রার্থনা। আনিসুল জানান, ক্ষমা চাইলে যদি রাষ্ট্রপতি সাড়া দেন, তবেই বিদেশে যেতে পারবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাড়ি ‘ফিরোজা’য় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তারপর চিকিৎসদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
৩ মে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে স্থানান্তর করেন। সেদিন থেকে তাঁর সেখানেই চিকিৎসা চলছিল। বাড়িও ফিরেছিলেন খালেদা জিয়া। উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় বছর তিনেক আগে জেলে যেতে হয়েছিল ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে। করোনা সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছর ২৫ মার্চ ‘মানবিক কারণে’ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দিয়েছে। তারপর থেকেই তিনি গুলশানে নিজের ভাড়া বাড়িতে থাকেন।