একসঙ্গে চার সন্তানের জন্ম, বিরল ঘটনার সাক্ষী রইল ঢাকা মেডিক্যাল কলেজ

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 05, 2021 | 9:12 AM

কিশোরগঞ্জের বাসিন্দা ওই মহিলাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার চারটি সন্তানের জন্ম দেন তিনি।

একসঙ্গে চার সন্তানের জন্ম, বিরল ঘটনার সাক্ষী রইল ঢাকা মেডিক্যাল কলেজ
একসঙ্গে শুয়ে আছে চার নবজাতক। ছবি: সংগৃহীত।

Follow Us

ঢাকা: যমজ সন্তান জন্ম দেওয়া বর্তমানে প্রায় সাধারণ ঘটনাই হয়ে দাড়িয়েছে, কিন্তু জোড়া জমজ সন্তানে জন্মের ঘটনা কি কখনও শুনেছেন? এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল ঢাকা মেডিক্যাল কলেজ (Dhaka Medical College)। রবিবার পিঙ্কি বেগম নামক এক গৃহবধূ একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেন।

ঢাকা মেডিক্যাল কলেজের প্রধান কর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, কিশোরগঞ্জের বাসিন্দা ওই মহিলাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার চারটি সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে শিশুদের মা সুস্থ থাকলেও সাতমাসেই ওই চার শিশুর জন্ম হওয়ায় (Premature Baby) তাদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। তাদের নবজাতকদের ইউনিটেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার সন্তানকে পেয়ে খুশি বাবা সিরাজুল ইসলামও। তিনি জানান, তাঁদের একটি চার বছরের সন্তান রয়েছে। শিশুদের শারীরিক সমস্য়া নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও একসঙ্গে পাঁচজনকে নিয়েই বাড়ি ফিরতে চান তিনি।

এর আগে গত বছরই বাংলাদেশের আরেক মহিলা চার সন্তানের জন্ম দিয়ে রেকর্ড তৈরি করেছিলেন। এ বার সেই রেকর্ডে ভাগ বসালেন পিঙ্কি বেগমও।

আরও পড়ুন: ‘মুক্তির খুব কাছে আমরা’, স্বাধীনতা দিবসে করোনামুক্ত উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি বাইডেনের

Next Article