নয়া দিল্লি: কথায় আছে, ক্রিকেটের (Cricket) কোনও সীমানা নেই! তবে এই কথাকেই যে অক্ষরে অক্ষরে সত্যি করে দেবেন বাংলাদেশের এক যুবক, তা ভাবতেও পারেননি কেউ। ভারতে আইপিএল (IPL) শুরু হয়েছে, তা দেখতেই বাংলাদেশের সীমান্ত পার করে তিনি চলে এসেছেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। তার আগেই ধরা পড়ে গেলেন বিএসএফের (BSF) হাতে। আইপিএল স্বচক্ষে দেখা আর হল না, সীমান্ত পার করে ফের ওই ব্যক্তিকে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে, মহম্মদ ইব্রাহিম নামক বছর ৩০-র ওই যুবক বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। ছোট থেকেই তিনি ক্রিকেটপ্রেমী। ভারতে আইপিএল শুরু হওয়ার পর থেকেই তাঁর শখ ছিল একবার স্টেডিয়ামে বসে খেলা দেখবেন। কিন্তু ভিসা-পাসপোর্ট না থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না কিছুতেই। তবে কাঁটাতার পার হয়ে প্রতিবেশী দেশে ঢোকার গল্প শুনেছেন ছোট থেকেই। সেই পথকেই কাজে লাগিয়ে ফন্দি আঁটলেন খেলা দেখতে আসার।
বাংলাদেশের পূর্ব চাঁদপুরের বাসিন্দা ওই যুবক শুক্রবার রাতেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়েন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় তিনি প্রবেশ করার পর পরিকল্পনা করেছিলেন মুম্বই যাওয়ার। কিন্তু তার আগেই সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যান। সীমান্তের কাছে অসংলগ্নভাবে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখেই জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে জেরায় জানা যায়, ওই যুবক আইপিএল দেখার জন্যই সীমান্ত পার করে এসেছিল। পশ্চিমবঙ্গ থেকে মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সীমান্ত পার করার জন্য তিনি বাংলাদেশী মুদ্রায় ৫ হাজার টাকাও দিয়েছিলেন। পরে সীমান্তরক্ষী বাহিনী ওই যুবককে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।