Bangladesh News: বিয়ের কথা চলছিল, হঠাৎ করেই বাবার মোবাইলে এল তরুণীর ব্যক্তিগত ছবি, তারপর যা হল…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 16, 2022 | 8:19 PM

Bangladesh News: তরুণীর মৃত্যুর পর পরিবার জানিয়েছে, ব্যক্তিগত মুহূর্তের ছবি বাইরে ছড়িয়ে যাওয়ার কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ওই তরুণী।

Bangladesh News: বিয়ের কথা চলছিল, হঠাৎ করেই বাবার মোবাইলে এল তরুণীর ব্যক্তিগত ছবি, তারপর যা হল...
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

লোহাগড়া: প্রেমের সম্পর্ক পৃথিবীর সবথেকে সুন্দুর সম্পর্কগুলির মধ্যে অন্যতম। কিন্তু প্রেমের সম্পর্কই মাঝে মাঝে এমন যায়গায় পৌঁছয়, সেখানে মারাত্মক অবস্থা তৈরি হয়। প্রেম মানে সেখানে থাকে ভালবাসা, কিন্তু ভালবাসার মানুষের সঙ্গেই এমন কাজ করা সম্ভব, তা ভাবলেই অনেক সময় অবাক হয়ে যেতে হয়। বাংলাদেশের লোহাগড়া উপজেলায় এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। বাংলাদেশের নড়াইলের লোহাগড়া উপজেলায় এক তরুণীর আত্মহত্যা করার খবর সামনে এসেছে। তরুণীর আত্মহত্যার কারণ জানার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন। শুক্রবার নিজের বাড়ির নির্মীয়মাণ অংশে রডের সঙ্গে ওড়না দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। ঝুলন্ত অবস্থাতেই তরুণীর মৃতদেহ উদ্ধার করে তাঁর পরিবার।

তরুণীর মৃত্যুর পর পরিবার জানিয়েছে, ব্যক্তিগত মুহূর্তের ছবি বাইরে ছড়িয়ে যাওয়ার কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ওই তরুণী। জানা গিয়েছে, ওই তরুণী এই বছরই খুলনার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। এই ঘটনায় শনিবার বিকেলে তাসরিফ থান্দার নামের এক যুবকের বিরুদ্ধে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণীর বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাসরিফ মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তরুণীর বাবার থেকে অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নিহত তরুণী পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছয় মাস ধরেই ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তাসরিফ নামে ওই যুবকের কাছে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের বেশি কিছু ছবি ছিল। অন্যত্র তরুণীর বিয়ের কথা চলার কারণে, রাগে তাসরিফ ব্যক্তিগত ছবি গুলি তরুণীর বান্ধবীদের কাছে পাঠিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। বন্ধু মারফত তরুণীর বাবার কাছে ছবি গুলি চলে আসে। এরপর তাঁর বাবা তরুণীকে বকাবকি করেন। কান্নায় ভেঙে পড়ে রাগে ওই তরুণী এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছেন তরুণীর পরিবারের ওই সদস্য। তাসরিফের খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পডুন Russia Banned Boris Johnson: ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর নেমে এল পুতিনের খাঁড়া! বরিসের সঙ্গে সরাসরি সংঘাতে রাশিয়া

Next Article