Bangladesh News: স্বামী বিদেশ যাবেন বলে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেলেন না স্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 20, 2022 | 7:23 PM

Bangladesh News: স্ত্রীর থেকে নেওয়া টাকা ও সোনার গয়না নিয়ে বিদেশে না গিয়ে মাদক সেবন ও জুয়া খেলে সেই টাকা উড়িয়ে দিয়েছিলেন শান্ত। কোনও কারণে স্ত্রীর সন্দেহ হয়।

Bangladesh News: স্বামী বিদেশ যাবেন বলে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেলেন না স্ত্রী
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

ঢাকা: স্বামী ও স্ত্রীয়ের সম্পর্ক পৃথিবীর অন্যতম পবিত্র সম্পর্কগুলির মধ্যে অন্যতম। বিয়ে মানে শুধুমাত্র কোনও সামাজিক বা আইনি নিয়ম কানন নয়, বরং সারা জীবন একসঙ্গে থাকা প্রতিজ্ঞা নিয়ে পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকা। কিন্তু এই ধরনের সম্পর্কই ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে, যেখানে স্বামী-স্ত্রী পারস্পরিক বিশ্বাস তো থাকছেই না বরং অনেকের বিবাহিত জীবনে সেই অযাচিত ঘটনাগুলির প্রভাব পড়ছে। বাংলাদেশের এমন এক ঘটনায় স্ত্রীর বিশ্বাস শুধুমাত্র ধুলিসাৎ হয়ে যায়নি, এমনকী নিজের প্রাণহানিও ঘটেছে। স্বামী বিদেশে যাবেন বলে অনেক আশা ভরসা নিয়ে তাঁকে এক লক্ষ টাকা ও পাঁচ ভরি সোনার গয়না দিয়েছিলেন পারুল আক্তার। কিন্তু তাঁর সেই বিশ্বাসের মর্যাদা রাখেননি স্বামী শান্ত মল্লিক। এমনকী সামান্য কারণে স্ত্রীয়ের প্রাণ নিতেও বিন্দুমাত্র কুন্ঠাবোধ করেননি শান্ত।

স্ত্রীর থেকে নেওয়া টাকা ও সোনার গয়না নিয়ে বিদেশে না গিয়ে মাদক সেবন ও জুয়া খেলে সেই টাকা উড়িয়ে দিয়েছিলেন শান্ত। কোনও কারণে স্ত্রীর সন্দেহ হয়। সন্দেহের বর্শবর্তী হয়েই স্বামীর থেকে টাকার হিসেব চেয়েছিলেন তিনি। হিসেবে চাইতেই তেলে বেগুলে জ্বলে ওঠেন স্বামী, শুরু হয় উদ্দাম ঝগড়া। শেষমেশ স্ত্রীর গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করেন শান্ত। ফেব্রয়ারি মাসের ২৮ তারিখ গাজিপুরের টঙ্গির দাড়াইল এলাকার এক টিনের ছাদওয়ালা বাড়ি থেকে পারুলে দেহ উদ্ধার করেছিল পুলিশ।

মৃতদেহ উদ্ধারের পরই ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছিল সিআইডি। রবিবার সিআইডির সদর দফতরে ঘটনার তদন্ত প্রক্রিয়া ও আসামি সম্পর্কে জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মলেনে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন জানান, পারুলকে হত্যার অপরাধে তাঁর স্বামী শান্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করে সিআইডি। পারুলের বাবা আলি আহম্মদ শান্তর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ জানিয়েছে, টাকার হিসেব চাইতেই রাগে স্ত্রীকে সে হত্যা করেছিল, প্রাথমিক জেরায় এই কথা স্বীকার করেছে শান্ত। পুলিশ সূত্রে খবর, মানিকগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তর বিরুদ্ধে মামলা রয়েছে, এমনকী ওই মামলায় তিনি জেলেও খেটেছেন।

আরও পড়ুন Bangladesh News: মৃত প্রেমিকার গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, মাথা থ্যাতলানো দেহের পাশে বসেই গাঁজা খেলেন প্রেমিক…

Next Article