AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাময়িক আনলক বাংলাদেশে, তবুও কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ?

সাময়িক আনলকেও একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ বলবৎ রাখছে হাসিনা প্রশাসন।

সাময়িক আনলক বাংলাদেশে, তবুও কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ?
ছবি- পিটিআই
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 7:14 PM
Share

ঢাকা: মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবে ঈদুল আজহারের আগে ব্যবসার সুযোগ দিতে ১৫ জুলাই থেকে সাময়িক আনলক হচ্ছে বাংলাদেশ (Bangladesh)। ফের ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চালু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে বিবৃতি জারি করে জানিয়েছে, দোকানপাট, শপিং মল সব খোলা থাকবে এই ৭ দিন। চালু থাকবে গণপরিবহণও। তবে ক্রেতা ও বিক্রেতাদের কঠোর ভাবে করোনাবিধি মেনে চলতে হবে।

কিন্তু এই সাময়িক আনলকেও একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ বলবৎ রাখছে হাসিনা প্রশাসন। পর্যটনকেন্দ্র, রিসর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধই থাকছে। পাশাপাশি জনসমাবেশ হবে এমন সামাজিক অনুষ্ঠান, যেমন জন্মদিন, পিকনিক-সহ রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকছে। বিবৃতি দিয়ে বুধবার এ কথা জানিয়েছে হাসিনা প্রশাসন।

বাংলাদেশে জুন মাসের শেষের দিক থেকেই সংক্রমণ রুখতে বিধিনিষেধ কায়েম হয়েছিল। তারপর করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ১ জুলাই থেকে বাংলাদেশে কঠোর লকডাউন চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকার কথা ছিল। কিন্তু সংক্রমণ বাগে না আসায় ১৪ জুলাই পর্যন্ত তা বর্ধিত করে হাসিনা প্রশাসন। মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবেই ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল হচ্ছে সে দেশে। কিন্তু যে হারে বাংলাদেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে লকডাউন শিথিল করলে, তার উল্টো প্রভাব পড়বে না তো? উঠছে সে প্রশ্নও। আরও পড়ুন:পাকিস্তানে মৃত্যু ৯ চিনা ইঞ্জিনিয়ারের, ‘হামলা’ না ‘দুর্ঘটনা’? ইমরানকে শাসানি বেজিংয়ের