AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: অভাবনীয়! আজও বাংলাদেশে এই সম্প্রদায়ের মধ্যে বাবা বিয়ে করে মেয়েকে

Marriage: বিয়ে মানে দুটি মানুষ এবং দুটি ভিন্ন পরিবারের মধ্যে মেলবন্ধন। কিন্তু, আজও বিভিন্ন জায়গায় বিয়ে নিয়ে বিভিন্ন প্রথা প্রচলিত রয়েছে। যার মধ্যে একটি হল, মেয়েকে বিয়ে করে বাবা। শুনতে অবাক লাগছে! কিন্তু, বাস্তবে আজও এমনটা হয়। আর সেটা হয় আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশে।

Bangladesh News: অভাবনীয়! আজও বাংলাদেশে এই সম্প্রদায়ের মধ্যে বাবা বিয়ে করে মেয়েকে
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 9:34 PM
Share

ঢাকা: আজকের যুগেও এরকমটা হয়! বিয়ে মানে দুটি মানুষ এবং দুটি ভিন্ন পরিবারের মধ্যে মেলবন্ধন। কিন্তু, আজও বিভিন্ন জায়গায় বিয়ে নিয়ে বিভিন্ন প্রথা প্রচলিত রয়েছে। যার মধ্যে একটি হল, মেয়েকে বিয়ে করে বাবা। শুনতে অবাক লাগছে! কিন্তু, বাস্তবে আজও এমনটা হয়। আর সেটা হয় আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশে (Bangladesh)।

বাংলাদেশের মান্ডি সম্প্রদায়ের মধ্যেই মেয়েকে বিয়ে করার রীতি আজও প্রচলিত রয়েছে। প্রাচীন উপজাতি সম্প্রদায় মান্ডিরা নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে খুবই রক্ষণশীল। তাই বিয়ের ব্যাপারেও রীতির বদল ঘটায়নি। যদিও বর্তমানে এই ধরনের রীতি অসুস্থতার পরিচায়ক বলেই দাবি উঠেছে।

তবে সবক্ষেত্রে মেয়েকে বাবা বিয়ে করে না। বলা ভাল, জন্মদাতা বাবা নয়, সৎ বাবা-ই মেয়েকে বিয়ে করে। যখন মান্ডি সম্প্রদায়ের কোনও মহিলা অল্প বয়সে বিধবা হয়ে আবার একটি বিয়ে করেন এবং ওই মহিলার নাবালিকা কন্যা সন্তান থাকে, সে ক্ষেত্রে পরবর্তীকালে ওই নাবালিকা মেয়েকে বিয়ে করে তার বাবা। যদিও ওই নাবালিকা মেয়েটি তার সৎ বাবাকে ‘বাবা’ বলেই ডাকে। পরে বিয়ের বয়স হলে তাকে বিয়ে করে বাবা। তখন সে ‘বাবা’কে ‘বর’ বলে ডাকে।

যদিও বর্তমানে মান্ডি সম্প্রদায়ের এই প্রচলিত রীতির বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু করেছে। বর্তমানে অনেক মেয়ে তার সৎ বাবাকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু, অনেক ক্ষেত্রেই জোর করে বিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে বর্তমানে মান্ডি সম্প্রদায়ের মেয়েরাই যেভাবে এই আদিম নীতির বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করেছে, খুব তাড়াতাড়ি এই রীতি বন্ধ হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।