৫৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খালেদা জিয়া

সুমন মহাপাত্র |

Jun 19, 2021 | 7:45 PM

বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

৫৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খালেদা জিয়া
ফাইল চিত্র।

Follow Us

ঢাকা: দীর্ঘদিন হাসাপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার তাঁর গুলশানের ভাড়া বাড়ি ‘ফিরোজায়’ ফিরেছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। করোনা সেরে গেলেও দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হয়েছিল তাঁকে।

চিকিৎসকেরা জানিয়েছিলেন হার্ট এবং কিডনির সমস্যায় ভুগছিলেন খালেদা। বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন হয়েছিল। আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল চিকিৎসা।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাড়ি ‘ফিরোজা’য় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তারপর চিকিৎসদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে স্থানান্তর করেন। সেদিন থেকে তাঁর সেখানেই চিকিৎসা চলছিল। উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় বছর তিনেক আগে জেলে যেতে হয়েছিল ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে। করোনা সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছর ২৫ মার্চ ‘মানবিক কারণে’ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দিয়েছে। তারপর থেকেই তিনি গুলশানে নিজের ভাড়া বাড়িতে থাকেন।

আরও পড়ুন: আশঙ্কার মেঘে কাটছে না, ফের আক্রান্ত বাড়ল বাংলাদেশ

Next Article