Bangladesh News: বিএনপি’র কোনও কৌশলই কাজ করবে না, দাবি বাংলাদেশের মন্ত্রীর
Bangladesh News: সম্প্রতি, ঘুরপথে ক্ষমতা দখল নিয়ে বিএনপি কে কটাক্ষ করে ছিলেন বাংলাদেশ সরকারের আরেক মন্ত্রী হাসন মাহমুদ। তার অভিযোগ ছিল চোরাপথে দেশের ক্ষমতা দখল করতে চাইছে বিএনপি।
ঢাকা: বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। শাসক আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নানা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপে উঠেছে। রাজনৈতিক আক্রমণ প্রতিআক্রমণ নবতম সংযোজন বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের, শুক্রবার বলেন বিরোধী বিএনপি’র কোনও কৌশলই কাজ করবেনা। কারণ, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের নামে বিএনপি যে খেলাটা চালাচ্ছে, সেই আন্দোলন সম্পূর্ণরূপে ব্যর্থ।
শুক্রবার সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি মুখোমুখি হয়েছিলেন ওয়াদুল কাদের। সেখানেই খালেদা জিয়ার বিএনপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘ওয়ার্ম আপ’ করছে বিএনপি। বিএনপি মহাসচিব এর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন কাদের। তিনি বলেন, কোনও ওয়ার্ম আপ কাজ করবে না। কারণ নেতিবাচক বিধ্বংসী রাজনীতির কারণে ইতিমধ্যেই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
“যাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই তারা ইয়াবার সরকারকে ক্ষমতাচ্যুত করার দিবা স্বপ্ন দেখছে। ঘোলা জলে মাছ ধরা সম্ভব নয় সেই ব্যর্থতা থেকে এখনো শিক্ষা নিতে পারেনি বিএনপি। তাই সরকার বিরোধী কোনও মন্তব্য করে খবরে থাকা যায় কিন্তু আসলে কোন কাজের কাজ হবে না।” বলেন আওয়ামী লীগ নেতা।
গণতন্ত্রের একমাত্র ব্যালট নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায়। এছাড়া অন্য কোনও বিকল্প নেই। তাই বিরোধী বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহনমন্ত্রী।
সম্প্রতি, ঘুরপথে ক্ষমতা দখল নিয়ে বিএনপি কে কটাক্ষ করে ছিলেন বাংলাদেশ সরকারের আরেক মন্ত্রী হাসন মাহমুদ। তার অভিযোগ ছিল চোরাপথে দেশের ক্ষমতা দখল করতে চাইছে বিএনপি। তিনি জানিয়েছিলেন, জনগণের ক্ষমতায় বিশ্বাসী নয় বিএনপি, তাই নির্বাচনে লড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণে তাঁরা আগ্রহী নয়। ২০১৪ সালে তাই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, ২০১৮ সালে নির্বাচন থেকেও তারা সরে যেতে চেয়েছিল। অনেক নাটকের পর শেষমেশ নির্বাচনে অংশ নিলেও লাভ হয়নি। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লিগ জনগণের রায়ে বিশ্বাসী বলেও দাবি করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী।