ইলিশও হার মানলো, পদ্মায় হারু মাঝির জালে পড়া মাছের দাম উঠল ৪৩ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 11, 2021 | 10:26 PM

৪৩ হাজার ৭২৫ টাকা দিয়ে চান্দু মোল্লা নামের এক ব্যবসায়ী মাছটি নিনে নেন। ইতিমধ্যেই ঢাকা (Dhaka) থেকে অনেকে যোগাযোগ করেছে মাছটি বেশি দামে কেনার জন্য।

ইলিশও হার মানলো, পদ্মায় হারু মাঝির জালে পড়া মাছের দাম উঠল ৪৩ হাজার টাকা
বিরাট পাঙ্গাস

Follow Us

গোয়ালন্দ: পদ্মায় (Padma River) জেলের জালে জড়িয়ে পড়ল বিরাট পাঙ্গাস মাছ (Fish)। রাজবাড়ির কাছে দৌলতদিয়া পয়েন্ট থেকে মাছটিকে ডাঙায় তোলা হয়। মাছের ওজন প্রায় ২৬ কেজি। অন্য দিনের মতোই নদীতে জাল ফেলে এক মৎস্যজীবী। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় জালে ধরা পড়েছে বড় মাপের মাছ।

পরে কয়েকজন সঙ্গীর সাহায্যে মাছটিকে তুলে আনা হয় ডাঙায়। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ মাছটিকে দেখতে ভিড় করে। শনিবার সন্ধ্যায় নিরু হলদার নামের এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে ওই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি। এরপর চড়া দামে বিক্রি করা হয়।

জানা গিয়েছে, ৪৩ হাজার ৭২৫ টাকা দিয়ে চান্দু মোল্লা নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৩৮ হাজার টাকা। ইতিমধ্যেই ঢাকা থেকে অনেকে যোগাযোগ করেছে মাছটি বেশি দামে কেনার জন্য। চান্দু মোল্লার কথায়, আগামী দিনে আরও বেশি দামে বিক্রি কারার আশায় মাছটি কিনেছেন তিনি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্তা মো: রেজাউল শরিফ জানিয়েছেন, ব্যাপক বৃষ্টিতে পদ্মায় জল বেড়েছে। সেই কারণেই খাওয়ার খুঁজতে বড় বড় মাছ জলের ধারে চলে এসেছে। মৎস্যজীবীদের জালে প্রায়ই ধরা দিচ্ছে বিরাট আকৃতির মাছ। জেলেদের এখন সুদিন। আরও পড়ুন: সরকারের কাজ ওঁরা করে দেখান, তাও আবার পেনশনের টাকা দিয়ে

Next Article